Thursday, August 21, 2025

শীতলকুচিতে নিহত পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করল সরকার

Date:

রাজ্যের মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কথা দিয়েছিলেন শীতলকুচিতে(Shital Kuchi) মৃত ৫ জনের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি দেওয়া হবে সরকারি চাকরি(government job)। প্রতিশ্রুতি দেওয়ার সপ্তাহ পার হতে না হতেই সেই প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। গত বুধবার ওই পাঁচ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার তাদেরকে ডাকা হয় প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য।

জানা গেছে, গত বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে জেলাশাসক ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে শীতলকুচির নিহতদের পরিবারের একজনের হাতে স্পেশাল হোম গার্ডের নিয়োগ সংক্রান্ত নথি তুলে দেওয়া হয়। সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়। তবে নিয়োগপত্র তুলে দেওয়া হলেও চাকরিপ্রার্থীদের বেশকিছু নথি জমা দেওয়া বাকি ছিল। বৃহস্পতিবার সে প্রক্রিয়াও সম্পন্ন হয়।

আরও পড়ুন:ফের একবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হলেন রমেশ পাওয়ার

উল্লেখ্য, গত ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে নির্বাচন চলাকালীন দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় আনন্দ বর্মন নামে এক যুবকের। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে নিজের পরিবার ও বিজেপি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় আরো ৪ জনের। ঘটনার কিছুদিন পর শীতলকুচি গিয়ে মৃতের পরিবারের একজন করে সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আনন্দ বর্মনের মা সেই চাকরি নিতে অস্বীকার করেন। যদিও মাসখানেক পর আর্থিক সাহায্য ও চাকরি নেওয়ার কথা জানিয়ে দেন আনন্দ বর্মনের মা বাসন্তী বর্মন। এরপর সেই চাকরি দেওয়ার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে মাঠে নামল প্রশাসন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version