Tuesday, November 11, 2025

করোনা পরিস্থিতিতে পঞ্চায়েতগুলিকে গরিব মানুষদের কাজ দেওয়ার নির্দেশ সুব্রতর

Date:

দেশের সঙ্গে রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই একাধিক রাজ্যে চলছে লকডাউন। সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গেও চলছে আংশিক লকডাউন। করোনা পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেকেই। রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতেও কর্মহারা হয়ে পড়েছেন অনেক মানুষ। পাশাপাশি অন্য রাজ্যেও কাজ করতে যাওয়া মানুষজনও ঘরে ফিরেছেন। এবার রাজ্যের পঞ্চায়েতগুলিকে এদের কাজ দেওয়ার নির্দেশ দিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়।

পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, গ্রামের মানুষদের দ্রুত আয়ের ব্যবস্থা করতে হবে। এর জন্য রাজ্য পঞ্চায়েতের আওতায় রাস্তা, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের কাজ দ্রুত চালু করতে চান পঞ্চায়েতমন্ত্রী। পঞ্চায়েতগুলিকে উদ্যোগ নিয়ে এইসব প্রকল্পগুলি দ্রুত চালু করার বিষয়ে সওয়াল করেন তিনি।

আরও পড়ুন- কোভিশিল্ডের দুই ডোজের মাঝের ব্যবধান ১২-১৬ সপ্তাহ, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত সেরামের

পাশাপাশি একশো দিনের কাজ নিয়েও বৃহস্পতিবার কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি সুব্রত মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, বর্তমান আর্থিক বছরে দেড় মাস হয়ে গেল একশো দিনের কাজে এক টাকাও দেয়নি কেন্দ্র। কেন্দ্রের কাছে টাকা চেয়ে চিঠি দেওয়ারও কথা বলেন পঞ্চায়েতমন্ত্রী।

একশো দিনের কাজ নিয়ে সুব্রত মুখোপাধ্যায় আরও বলেন, গত বছর ১০০ দিনের কাজ প্রকল্পে রেকর্ড শ্রমদিবস তৈরি হয়েছিল রাজ্যে। গতবছর ৪১ কোটি ২৫ লাখ শ্রমদিবস তৈরি হয়েছিল রাজ্যে। এটি একটি রেকর্ড। এবার ওই খাতে বরাদ্দ হয়েছে মাত্র ২২ কোটি টাকা। তবে এই মুহূর্তে সবথেকে বড় ভূমিকা রয়েছে রাজ্যের পঞ্চায়েতগুলির। এক জন্য পঞ্চায়েত আধিকারিকদের পাশাপাশি পঞ্চায়েত সদস্যদেরও ঝাঁপিয়ে পড়তে হবে।

আরও পড়ুন- শীতলকুচিতে নিহত পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করল সরকার

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version