কোভিড আক্রান্তদের পাশে দাঁড়ালো জয়নগর-মজিলপুর টাউন কোভিড সচেতনতা কমিটি। জয়নগর মজিলপুর পুরসভা, জয়নগর থানা ও প্রত্যয় এর সহযোগিতায় যে সমস্ত কোভিড আক্রান্ত রান্না করতে অক্ষম , তাদের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জয়নগর-মজিলপুর টাউন কোভিড সচেতনতা কমিটির সদস্যরা দায়িত্ব নিয়ে কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি এই খাবার পৌঁছে দিচ্ছেন।
সম্পূর্ণ বিনামূল্যে এই খাবার সরবরাহ করা হচ্ছে। এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই ।
আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে জয়নগর-মজিলপুর টাউন কোভিড সচেতনতা কমিটি
Date:
Share post: