Monday, November 3, 2025

মর্মান্তিক! করোনায় মৃত ছেলের দেহ আগলে বসে রয়েছেন পক্ষাঘাতগ্রস্থ বৃদ্ধা মা

Date:

করোনায় মৃত ছেলে। আর তাঁর দেহ আগলে রয়েছেন কোভিড-১৯ আক্রান্ত পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরের চন্দ্রপল্লি এলাকায়। স্থানীয় সূত্রে খবর পেতেই দরজা ভেঙে ঘরে ঢোকে ঠাকুরপুকুর থানার পুলিশ। এরপর মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যায় তারা। বৃদ্ধাকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের কথায়, ওই ঘরে মা ও ছেলেই থাকতেন। দিন কয়েক আগে তাঁরা দুজনেই করোনা আক্রান্ত হন। সোমবার থেকে কোনও সাড়াশব্দ ছিল না। তাই সন্দেহ হতেই স্থানীয় পুলিশে খবর দেন এলাকার বাসিন্দারা। এরপর গতকাল খবর পেয়েই দরজা ভেঙে ঢোকে পুলিশ। তখনই এই মর্মান্তিক দৃশ্য দেখতে পাওয়া যায়।

অন্যদিকে অমানবিকতার ছবি উত্তরবঙ্গে। ছেলে করোনা আক্রান্তের হওয়ায় বাবা শ্বাসকষ্টে মারা গেলেও সৎকার করতে আসেনি প্রতিবেশীরা। ১৩ ঘণ্টা মৃতদেহ পড়ে থাকে বাড়িতেই। শেষে খবর পেয়ে এলাকায় যান ধূপগুড়ি শহর সভাপতি দেবদুলাল ঘোষ ও ডিওয়াইএফআই নেতা নির্মাল্য ভট্টাচার্য। পুরসভার ভাইস চেয়্যারম্যান রাজেশ সিং বলেন, কোভিড বিধি নিষেধ মেনেই দেহ সৎকার করা হবে।

অন্যদিকে, বালুরঘাটের বাসন্তীবাগানেও একই চিত্র। ১২ ঘণ্টার বেশি সময় ধরে বাড়িতেই পড়ে রইল মৃতদেহ। সংক্রমণের ভয়ে কেউই দেহ সৎকার করতে এগিয়ে আসেননি। পরিবার সূত্রের খবর, ৬৫ বছরের ঊষারানি সুত্রধর কোভিড পজিটিভ ছিলেন। তখন থেকেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। গতকাল রাত ১২ টা নাগাদ তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ স্বাস্থ্য দফতর ও পুর প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version