দেশের কোভিড পরিস্থিতি ভয়াবহ: রাজ্যের সমালোচনা করতে গিয়ে আচমকা বলে ফেললেন রাজ্যপাল

রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে আচমকা দেশের সঠিক করোনা পরিস্থিতিটা বলে ফেললেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত গুণমুগ্ধ ধনকড় উত্তেজিত হয়ে বলে দিলেন, দেশের সামনে এখন ভয়াবহ সঙ্কট হল কোভিড-১৯-এর সংক্রমণ। অর্থাৎ দেশ জুড়ে করোনা সংক্রমণ যে ভয়ঙ্কর সঙ্কট তৈরি করেছে তা মেনে নিলেন রাজ্যপাল। বৃহস্পতিবার, দুপুরে কোচবিহারে (Coochbehar) যান জগদীপ ধনকড়। সেখানে হেলিকপ্টার থেকেই নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল।
কোভিডের (Covid) প্রসঙ্গে টেনে রাজ্যপাল বলেন, সারা দেশে সংক্রমণ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। রাজ্যেও তাই। এটা রুখতে হবে। গোটা দেশে করোনা সংক্রমণ ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছে এবং সে জন্য কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না। তা নিয়ে দেশের বিরোধীরা বারবার সরব হয়েছেন। এবার কেন্দ্রকে না দূষলেও সংক্রমণ যে ভয়ঙ্কর পর্য়ায়ে রয়েছে তা মেনে বিরোধীদের অভিযোগকে কার্যত মান্যতা দিলেন খোদ পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের কড়ার সমালোচনা করেন। তাঁর অভিযোগ, যখন জেনোসাইড চলছে, কোথায় মিডিয়া, কোথায় মানবাধিকার সংগঠনগুলি।

Advt

Previous articleকেন্দ্রের বিরুদ্ধেই বিস্ফোরক বার্তা অর্জুন সিংয়ের, রাজনৈতিক জল্পনা চরমে
Next article২০২৭ সালের আগেই চিনকে টপকে বিশ্বের জনবহুল দেশ হতে পারে ভারত