করোনার জেরে পিছিয়ে যাচ্ছে বা বাতিল হচ্ছে একের পর পরীক্ষা। সিবিএসই, আইসিএসই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্সের পরে, এবার কোপ ইউপিএসসি-র (Upsc) প্রিলিমিনারি (Preliminary) পরীক্ষায়। পরীক্ষা (Exam) হওয়ার কথা ছিল ২৭ জুন। কিন্তু দেশজুড়ে করোনার (Carona) যে পরিস্থিতি তাতে, এখন অফলাইনে সর্বভারতীয় কোনও পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সেই কারণেই পিছিয়ে দেওয়া হল ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষা হবে ১০ অক্টোবর।
