Sunday, August 24, 2025

নন্দীগ্রামের পঞ্চায়েত প্রধান রাজ্যের মন্ত্রীর মা, তাঁর বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব তৃণমূলেরl

Date:

রাজ্যের মন্ত্রী শিউলি সাহার (Seuli Saha ) মায়ের বিরুদ্ধে অনাস্থা (no confidence) প্রস্তাব এনেছে তৃণমূল (TMC)৷ মন্ত্রীর মা নন্দীগ্রাম পঞ্চায়েতের প্রধান৷ সাম্প্রতিক নির্বাচনে দলবিরোধী কাজের জন্যই তাঁর বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বিডিওর (BDO) কাছে চিঠি দিয়ে শিউলি সাহার মা তথা নন্দীগ্রাম পঞ্চায়েত প্রধান বনশ্রী খাঁড়ার (Banasri khanra) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন ওই পঞ্চায়েতের বাকি সদস্যরা। এদিকে, বনশ্রী দেবীর দাবি করেছেন, তিনি আগেই ইস্তফা দিয়েছেন।

দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এভাবে অনাস্থা আনার কারন ব্যাখ্যা করে তৃণমূলের তরফে বলা হয়েছে, ভোটের সময়ে বিরোধী দলের হয়ে প্রচার করেছেন বনশ্রী খাঁড়া। যদিও বনশ্রী খাঁড়ার দাবি, তিনি দলবিরোধী কাজ করেননি। বুধবার নন্দীগ্রাম পঞ্চায়েতের ১১ জন সদস্য বিডিওর কাছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। ওদিকে পঞ্চায়েত প্রধান দাবি করেছেন, তাঁর পেসমেকার বসছে বলে দায়িত্ব ছাড়তে হয়েছে।অসুস্থতার কারণে তিনি আগেই পদত্যাগ করেছেন। অনাস্থা আনার কোনও কথা তিনি শোনেননি৷  নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলের এভাবে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version