এবার থেকে রেলকর্মীদের ( special train for railway staff) জন্য নির্ধারিত স্পেশাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও (health worker)। এ নিয়ে হাওড়া এবং শিয়ালদহ (Howrah and Sealdah division) রেল ডিভিশনের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার।সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত রেলওয়ের ডিআরএমের। সরকারি এবং বেসরকারি সব স্বাস্থ্যকর্মীই এই ট্রেনে উঠতে পারবেন । তবে ট্রেনে ওঠার আগে স্বাস্থ্যকর্মীদের অবশ্যই পরিচয়পত্র দেখাতে হবে। সঙ্গে রাখতে হবে কর্তৃপক্ষের অনুমতিপত্রও।
