Tuesday, August 26, 2025

বিজেপির কথামত অসমের ত্রাণশিবিরে আশ্রিতদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল

Date:

শীতলখুচি ও দিনহাটার পরে এবার রাজ্য লাগোয়া অসমে ত্রাণশিবির পরিদর্শন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ, শুক্রবার বেলা ১০টা নাগাদ কোচবিহারের সড়ক পথে লাগোয়া রাজ্য অসমের আগমনীর রাঙ্গাপালি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেন।গেরুয়া শিবিরের দাবি,  ভোটের পরে কোচবিহারের একাধিক  গ্রামে তৃণমূলের লাগাতার হামলায় তাঁদের ওই সমর্থকেরা প্রাণ বাঁচাতে অসমে আশ্রয় নিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করে এপ্রসঙ্গে তৃণমূলের কোচবিহার জেলার তরফে দাবি করা হয়েছে,  এমন কোনও ঘটনার কথা তাঁদের জানা নেই। বরং করোনা পরিস্থিতি মোকাবিলা করার দিকটিই তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন।

গতকালই নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কোচবিহারের মাথাভাঙা এবং শীতলখুচি পরিদর্শন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখান থেকে দিনহাটায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান তিনি।  রাজ্যপালের দাবি, ভোটের পর থেকে কোচবিহারে যে অশান্তি হচ্ছে তাতেই বিজেপি দলের সমর্থকরা আক্রান্ত হয়েছেন এবং সুবিচার পাচ্ছেন না।

অন্যদিকে, কোচবিহারে দফায় দফায় ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হয় রাজ্যপালকে। এমনকি তাঁকে কালো পতাকা দেখান জনতার একাংশ। এ প্রসঙ্গে তৃণমূলের কোচবিহার জেলা নেতাদের বক্তব্য, কোভিড সংক্রমণের সময়ে ভ্যাকসিন কেন পাওয়া যাচ্ছে না, কেন কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দিতে দেরি করছে সে দিকে গুরুত্ব না দিয়ে রাজনীতি করতে আসরে নেমেছেন রাজ্যপাল। সে জন্যই আমজনতা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। এদিন সকালে হেলিকপ্টারে কোচবিহার থেকে অসমে যাওয়ার কথা ছিল রাজ্যপালের. কিন্তু, আবহাওয়া খারাপ হওয়ার কারনে বিএসএফের হেলিকপ্টারের উড়ান সম্ভব হয়নি। তাই সড়ক পথে অসমে যান রাজ্যপাল। কোচবিহার সার্কিট হাউজে রাতে ছিলেন তিনি। সকালে সেখান থেকে অসমের ধুবরী জেলার আগমনিতে পৌঁছন  রাজ্যপাল।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version