Wednesday, August 27, 2025

দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানালো সিবিএসই

Date:

সংবাদমাধ্যমের তরফের সম্প্রতি প্রকাশ্যে এসেছিল সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা(class 12 exam) বাতিল করেছে। যদিও সেই তথ্যকে ভুল বলে দাবি করে দ্বাদশ শ্রেণীর সিবিএসই বোর্ড(CBSE board) জানিয়ে দিল পরীক্ষা বাতিল করার বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

শুক্রবার বোর্ডের তরফে জানানো হয়েছে সংবাদমাধ্যমের একাংশের দাবি করা হচ্ছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হয়েছে। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, এখনই এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা সকলের কাছে প্রকাশ করা হবে। একই বক্তব্য পেশ করা হয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফেও। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী(central education minister) রমেশ পোখরিয়ালের(Ramesh pokhriyal) তরফে জানানো হয়েছে বিগত কয়েক দিন ধরেই পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা সঠিক তথ্য জানতে চেয়েছেন। ফল স্বরূপ বিভ্রান্তি দূর করতেই আমাদের তরফেই বক্তব্য তুলে ধরা হলো। আগামী ২৫ মে পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের তরফে।

আরও পড়ুন:সামনের সারির কর্মী হিসেবে ঘোষণা করে রেলের কর্মীদের ভ্যাকসিন দিক রাজ্য : রেল

প্রসঙ্গত, গত ১৬ তারিখ বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। কিন্তু চারদিন পর দশম শ্রেণির পরীক্ষা একেবারে বাতিল ঘোষণা করা হয়। এর ঠিক দুদিন আগে, ১৪ তারিখ, সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র। ৪ মে থেকে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version