‘করোনারও বেঁচে থাকার অধিকার আছে,’ আজব দাবি উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

মারণ করোনাভাইরাসের(coronavirus) জেরে বেহাল অবস্থা দেশবাসীর। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নাজেহাল মানুষ যখন ভয়াবহ এই করোনাভাইরাস থেকে মুক্তির পথ খুঁজছে, ঠিক সেইসময় করোনার ‘বেঁচে থাকার অধিকার’ নিয়ে সওয়াল করলেন উত্তরাখণ্ডের(Uttarakhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা(BJP leader) ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত(trivendra Singh Rawat)। জানালেন করোনাভাইরাসও একটি জীব তারও বেঁচে থাকার অধিকার রয়েছে। তাঁর এহেন মন্তব্যে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন:বিজেপি নেতার কীর্তি, ঘুষের টাকা ফেরত দিতে না পেরে বাড়িতেই খুন!

বৃহস্পতিবার করোনাকে একটি জীব উল্লেখ করে তিনি জানান, “ভাইরাসেরও বেঁচে থাকার অধিকার রয়েছে।” তাঁর কথায়, দার্শনিক দিক দিয়ে দেখলে বলা যায় করোনাভাইরাস একটি জীব। আমাদের মত তাদের বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমরা মানুষ মনে করি নিজেদের সবচেয়ে বুদ্ধিমান। তাই ওদের ধ্বংস করতে নেমে পড়েছি। আর এই জন্য মিউটেশনের মাধ্যমে ভাইরাস প্রতিনিয়ত নিজের চরিত্র ও বৈশিষ্ট্য বদল করছে। একইসঙ্গে তিনি আরো যোগ করেন, নিরাপদ থাকতে মানুষের উচিত এই ভাইরাসকে খতম করা। নিজেদের সুরক্ষিত রাখতে এর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা দরকার। তবে ভাইরাসের সমর্থনে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য রীতিমতো ট্রোল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়ে যায় সমালোচনা। রাওয়াতকে কটাক্ষ করে এক ব্যক্তি লেখেন, এই ভাইরাসকে সেন্ট্রাল ভিস্তায় আশ্রয় দেওয়া উচিত।

Advt