Wednesday, December 24, 2025

সামনের সারির কর্মী হিসেবে ঘোষণা করে রেলের কর্মীদের ভ্যাকসিন দিক রাজ্য : রেল

Date:

Share post:

দেশজুড়ে সামান্য কমেছে করোনা সংক্রমণ। তবে মৃত্যু মিছিল অব্যাহত। গত বছর করোনা অতিমারি শুরুর সময় থেকে এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স, পুলিশ সহ অন্যান্য কর্মীরা। এই সময় বহু সামনের সারির যোদ্ধারা করোনা আক্রান্ত হয়েছেন। এবং মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে রেলের কর্মীদের সামনের সারির কর্মী হিসাবে ঘোষণা করা হোক এই মর্মে রাজ্য সরকারকে চিঠি দিল রেল।

রেলের বক্তব্য, রেলের কর্মীরা প্রতিদিন বহু মানুষের সংস্পর্শে আসেন। তাঁরা যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ করেন। ফলে তাঁদের সামনের সারির কর্মী হিসেবে ঘোষণা করা হোক। এবং ভ্যাকসিন দেওয়া হোক। ইতিমধ্যে ওড়িশা অর্থাৎ নবীন পট্টনায়কের রাজ্য সহ বেশ কয়েকটি রাজ্য এই ব্যবস্থা চালু হয়েছে। একই ব্যবস্থা চালু করুক পশ্চিমবঙ্গও। করোনা শুরুর সময় থেকে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করে চলছেন ডাক্তার, নার্স, পুলিশ কর্মীরা, সাফাই কর্মী সহ আরও অনেক কর্মীরা। দেশে করোনা দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে ব্যাপকভাবে বিধ্বস্ত দেশের বেশ কিছু রাজ্য। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে বাংলাতেও। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন অবস্থায় রেলের কর্মীদেরও সামনের সারির কর্মী হিসেবে ঘোষণা করা জন্য পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছে রেল।

আরও পড়ুন-করোনা মোকাবিলায় আপনি কি স্পুটনিক-ভি টিকা নিতে চান? জেনে নিন দাম

সংক্রমণের বাড়বাড়ন্তে ইতিমধ্যেই দক্ষিণপূর্ব রেলের শয়ে শয়ে কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন। বাতিল হয়েছে বহু লোকাল ট্রেন। রেলের মতে, তাদের প্রস্তাব মেনে রেলকর্মীদের টিকাকরণের ব্যবস্থা করলে কর্মীরা অনেকটাই চিন্তামুক্ত হবেন। রেল যুক্তি দিয়েছে, স্টেশন মাস্টার, রেল চালক, পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত কর্মী, টিকিট চেকার-সহ অন্যান্য রেলকর্মীরা প্রতিদিন বহু মানুষের সংস্পর্শে আসেন। তাই তারাও আক্রান্ত হচ্ছেন। ফলে তাদেরও সামনের সারির কর্মী হিসেবে ঘোষণা করে কোভিড টিকা দেওয়া হোক। এতে রেলের পরিষেবা বজায় থাকবে।

Advt

spot_img

Related articles

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...