সুশীল কুমারকে( sushil kumar) চাকরি থেকে ছাটাই করার আবেদন করল দিল্লি পুলিশ। শুক্রবার দিল্লি সরকারের কাছে এমন আবেদন করল দিল্লি পুলিশ।

এদিন দিল্লি পুলিশের তরফ থেকে দিল্লি সরকারকে জানান হয়,” খুনে অভিযুক্ত সুশীল এখনও ভারতীয় রেলের ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’-র (ওএসডি) মতো সরকারি পদে নিযুক্ত। ওই পদ কেড়ে নেওয়ার আবেদন জানানো হল।”

গত ৪ মে ছত্রসল স্টেডিয়ামে খুন হন এক কুস্তিগির । সেই ঘটনার সঙ্গে জরিত সুশীল। পুলিশের পাওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত সুশীল। তারপর থেকেই সুশীলের খোঁজ চালায় দিল্লি পুলিশ। তবে এখনও ফেরার তিনি। ইতিমধ্যেই সুশীলের বিরুদ্ধে লুক-আউট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন:হাসপাতালেই কোভিড রোগীকে ধর্ষণ, মারা গেলেন আক্রান্ত মহিলা
