বিকল ভেল্টিলেটর পাঠিয়েছে কেন্দ্র! অভিযোগ রাজস্থান সরকারের

দেশে মারাত্মক আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সপ্তাহের শুরুতে চার লক্ষের গণ্ডি টপকে গিয়েছিল করোনা সংক্রমণ। প্রতিদিন মৃত্যুর সংখ্যাটাও চার হাজারে পৌঁছে গিয়েছে। করোনার তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে চিকিৎসা ব্যবস্থাও। কোথাও অক্সিজেনের আকাল, আবার কোথাও জীবনদায়ী ওষুধের সঙ্কট। একাধিক জায়গায় পর্যাপ্ত পরিমানে অক্সিজেন, বেড না পাওয়ায় মৃত্যুর খবরও আসছে। আর কোভিডের এই পরিস্থিতিতে রাজ্যকে পাঠানো ভেন্টিলেটরগুলিতে ত্রুটি রয়েছে বলে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।

সম্প্রতি রাজস্থান সরকার কেন্দ্রের দেওয়া ভেন্টিলেটরগুলিতে ত্রুটি রয়েছে বলে আভিযোগ করেছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Chief Minister Ashok Gehlot) এই বিষয়টির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে দাবিও জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‌পিএমকেয়ারস ফান্ডের টাকায় ১৯০০টি ভেন্টিলেটর কিনে রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকই এগুলো বসানো এবং মেরামতের দায়িত্বে রয়েছে। চিকিৎসকরা বলছেন, অনেকগুলো ভেন্টিলেটরেরই প্রযুক্তিগত সমস্যা রয়েছে, যা রোগীদের বিপদ ডেকে আনতে পারে।’

মুখ্যমন্ত্রী বিবৃতিতে আরও যোগ করে বলেন, ভেন্টিলেটরগুলিতে (ventilators) প্রেসার ড্রপের মতো সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। একভাবে ব্যবহারের মাত্র ১ থেকে ২ ঘণ্টার মধ্যে এগুলো বন্ধ হয়ে যায়। পাশাপাশি হঠাৎ করে পিআইও ২ (PIO2) হ্রাস, অক্সিজেনের (oxygen) সেন্সার এবং কমপ্রেসর (compressor) অক্ষম হয়ে যাওয়ার মতো একাধিক সমস্যাও রয়েছে এটিতে। শুধু রাজস্থান নয়, কেন্দ্রের পাঠানো ভেন্টিলেটর নিয়ে অভিযোগ উঠেছে, মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্রেও। ‌

আরও পড়ুন- ছেলে নিয়ে যান: রাস্তায় শিশু ফেলে হাঁক বাবার, শেষে কোল পেল একরত্তি

Previous articleসুশীলকে চাকরি থেকে ছাটাই করার আবেদন করল দিল্লি পুলিশ
Next articleদিশাহীন ভাষণ, আবেগ-অস্ত্র দিয়েই ব্যর্থতা ঢাকার চেষ্টা মোদির