যাত্রী সংখ্যা তলানিতে, কলকাতা থেকে বাতিল ৪০টি উড়ান

ভাইরাস সংক্রমণ বেড়েছে দেশজুড়ে। বিভিন্ন জায়গায় যাতায়াতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বেরচ্ছেন না। বন্ধ পর্যটন। এই পরিস্থিতিতে যাত্রীসংখ্যা তলানিতে ঠেকেছে বিমানের (Plane)। অস্বাভাবিক হারে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় কলকাতা (Kolkata) থেকে বাতিল করে হয়েছে ৪০টির মতো উড়ান। বিভিন্ন রুটে (Route) বাতিল হয়েছে এই উড়ান।

কোভিড সংক্রমণের আশঙ্কায় বিমানে চড়তেও ভয় পাচ্ছেন অনেকে। নিতান্ত জরুরি প্রয়োজন না থাকলে কেউই বাইরে যেতে চাইছেন না। বিমান সফরে প্রায় ৪ লক্ষ যাত্রী কমে গিয়েছে। কম সংখ্যক যাত্রী নিয়ে বিমান চললে আর্থিক ক্ষতি বেশি। তাই আগেই একাধিক উড়ান বাতিল করা হয়েছে।

আগেরবার লকডাউনে প্রায় ৭ মাস বন্ধ ছিল উড়ান পরিষেবা। বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছিল বিমান সংস্থাগুলিকে। সেই পরিস্থিতিতে একাধিক কর্মীকে ছাঁটাই করা হয়। এবার দেশজুড়ে লকডাউন না হওয়ায় উড়ান চলাচল বন্ধ হয়নি। তবে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করেছে সংস্থাগুলি।

আরও পড়ুন- ‘প্রধানকে বলো’, ফোন করলেই অসহায় গ্রামবাসীর কাছে পৌঁছে যাচ্ছে সাহায্য

Previous articleমাত্র ৪১ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সে, ১৮ পয়েন্ট নামল নিফটি
Next articleহামলার মুখে বিজেপি সাংসদ, গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট