‘প্রধানকে বলো’, ফোন করলেই অসহায় গ্রামবাসীর কাছে পৌঁছে যাচ্ছে সাহায্য

করোনা পরিস্থিতিতে(Karuna situation) বেহালদশা গোটা দেশের। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই, প্রয়োজনীয় ওষুধ নেই। এহেন অবস্থায় চারিপাশে শুধু স্বজন হারানোর কান্না। তবু এই কঠিন সময়ে নিজের নিজের মতো করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন কিছু মানুষ। তেমনই একজন হলেন দেগঙ্গার(Deganga) চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী(Humayun reja Chaudhari)। ‘দিদিকে বলো’র ধাঁচে করোনা পরিস্থিতিতে গ্রামবাসীকে সাহায্যের জন্য ‘প্রধানকে বলো’ চালু করলেন তিনি।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, কঠিন সময়ে গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য একটি মোবাইল নম্বর ৯৭৭৫২৮৮০২৮ চালু করেছেন পঞ্চায়েত প্রধান। অসুস্থের জন্য খাবার ওষুধ থেকে শুরু করে যে কোনরকম সাহায্যের জন্য এই নম্বরে ফোন করলেই চলবে। সাহায্য পৌঁছে যাবে নির্দিষ্ট ব্যক্তির কাছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই চালু হয়ে গিয়েছে এই ‘প্রধানকে বলো’ পরিষেবা। ফোন করলেই দুর্গতদের বাড়িতে পৌঁছে যাচ্ছে ওষুধ, খাবার, মাছ, সব্জি সহ যেকোন রকম সাহায্য।

Advt

Previous articleহামাসের রকেট হামলায় মৃত ভারতীয় তরুণীর পরিবারের পাশে দাঁড়াল ইজরায়েল
Next articleহাসপাতালেই কোভিড রোগীকে ধর্ষণ, মারা গেলেন আক্রান্ত মহিলা