Saturday, August 23, 2025

আচমকা গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল অসমের(Assam) তিনসুকিয়া জেলা(Tinsukia district)। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিনসুকিয়া জেলার ডিগবয়ের কাছেই তিংরাই বাজারে। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন আরো ২জন। জানা গিয়েছে, একটি হার্ডওয়্যারের দোকানের সামনেই বিস্ফোরণটি(blast) ঘটে। মৃত এক ব্যক্তি ওই দোকানের কর্মচারী, অন্যজন ক্রেতা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জন ব্যক্তি বাইকে করে ওই বাজার এলাকায় আসে এবং দোকান লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। বিস্ফোরণের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দোকানটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সেনাবাহিনী। বিস্ফোরণের পেছনে কোন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরণে দায় স্বীকার করেনি কেউ।

আরও পড়ুন:শুভেন্দুর ঈদ মোবারক! সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিলেন হিন্দু-মুসলমানরা

এ ঘটনায় ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, ‘ডিআইজিকে বলেছি ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে।’ পাশাপাশি এ ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা ঘটনা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। বিস্ফোরণ প্রসঙ্গে, তিনসুকিয়ার ডেপুটি কমিশনার দিগন্ত সইকিয়া জানিয়েছেন, একটা গ্রেনেড বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করা গিয়েছে। এব্যাপারে আরও তথ্য অনুসন্ধান করা হচ্ছে। উল্লেখ্য, দিন তিনেক আগে এই তিনসুকিয়াতেই একটি গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু হয় ১২ বছর বয়সী এক কিশোরের।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version