Sunday, November 9, 2025

গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিনসুকিয়া, মৃত ২

Date:

আচমকা গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল অসমের(Assam) তিনসুকিয়া জেলা(Tinsukia district)। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিনসুকিয়া জেলার ডিগবয়ের কাছেই তিংরাই বাজারে। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন আরো ২জন। জানা গিয়েছে, একটি হার্ডওয়্যারের দোকানের সামনেই বিস্ফোরণটি(blast) ঘটে। মৃত এক ব্যক্তি ওই দোকানের কর্মচারী, অন্যজন ক্রেতা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জন ব্যক্তি বাইকে করে ওই বাজার এলাকায় আসে এবং দোকান লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। বিস্ফোরণের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দোকানটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সেনাবাহিনী। বিস্ফোরণের পেছনে কোন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরণে দায় স্বীকার করেনি কেউ।

আরও পড়ুন:শুভেন্দুর ঈদ মোবারক! সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিলেন হিন্দু-মুসলমানরা

এ ঘটনায় ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, ‘ডিআইজিকে বলেছি ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে।’ পাশাপাশি এ ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা ঘটনা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। বিস্ফোরণ প্রসঙ্গে, তিনসুকিয়ার ডেপুটি কমিশনার দিগন্ত সইকিয়া জানিয়েছেন, একটা গ্রেনেড বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করা গিয়েছে। এব্যাপারে আরও তথ্য অনুসন্ধান করা হচ্ছে। উল্লেখ্য, দিন তিনেক আগে এই তিনসুকিয়াতেই একটি গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু হয় ১২ বছর বয়সী এক কিশোরের।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version