Monday, November 3, 2025

শুভেন্দুর ঈদ মোবারক! সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিলেন হিন্দু-মুসলমানরা

Date:

ভোটের আগে তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে শাসকদলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শাণিয়েছেন বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তার মধ্যে ছিল বিজেপি জিতলে অর্থাৎ বাংলায় ক্ষমতায় এলে তৃণমূল কর্মী সমর্থকদের পাকিস্তানে (Pakistan) পাঠিয়ে দেওয়ার ‘ফতোয়া’। তৃণমূল নেত্রীকে ‘বেগম’ বলে কটাক্ষ করেন শুভেন্দু। এর জন্য সম্প্রতি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। শাসকদলের বিরুদ্ধে বারবার মুসলিম তোষণের অভিযোগ তোলেন কাঁথির অধিকারী পরিবারের মেজো ছেলে। সেই হেন শুভেন্দু অধিকারী শুক্রবার তাঁর ফেসবুক পেজে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আর তারপরেই তুমুল সমালোচনা আর কটাক্ষের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়(Social Media)। কমেন্ট বক্সে উপচে পড়ছে বিভিন্ন ধরনের ব্যঙ্গ আর বক্রোক্তি। শুভেন্দুকে ধুয়ে দেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই। নিজেকে হিন্দু ধর্মের একজন রক্ষাকর্তা বলে শুভেন্দু প্রচার করেছিলেন বলেও অভিযোগ করেছেন অনেকে। তাঁদের মতে, এখন ভোটের পরে তিনি কি ‘মুসলিম তোষণে’র রাস্তায় হাঁটছেন?
অনেকে আবার শুভেন্দুকে অভিনেতা বলেও কটাক্ষ করেছেন। কেউ কেউ স্মরণ করিয়েছেন ভোটের আগে তৃণমূলকে বিদ্ধ করতে তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলেছিলেন শুভেন্দু? অনেকে আবার প্রমাণ স্বরূপ ভিডিও (Video) ক্লিপের উল্লেখ করেছেন।

যদিও শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে, বাংলায় বিপর্যয় নিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর বিজেপি বুঝতে পেরেছে তাদের উগ্র হিন্দুত্বের প্রচার এই বাংলায় তাদের কোণঠাসা করেছে। কারণ এটা সমপ্রীতির বাংলা। এখানে ঈদ আর অক্ষয় তৃতীয়া একদিনে পড়লে খুশি এবং আনন্দ ডবল হয়। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই চলতে চান রাজ্যবাসী। সেখানে অন্ধ হিন্দুত্ববাদের কোনও জায়গা নেই বলে মনে করেন সমাজবিদরা। বিজেপি ও সেটা মোক্ষম বুঝেছে। সেই কারণে ঈদের দিন সকালে অক্ষয় তৃতীয়ার পাশাপাশি ঈদ মোবারক জানাতেও ভোলেননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version