Sunday, August 24, 2025

আচমকা গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল অসমের(Assam) তিনসুকিয়া জেলা(Tinsukia district)। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিনসুকিয়া জেলার ডিগবয়ের কাছেই তিংরাই বাজারে। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন আরো ২জন। জানা গিয়েছে, একটি হার্ডওয়্যারের দোকানের সামনেই বিস্ফোরণটি(blast) ঘটে। মৃত এক ব্যক্তি ওই দোকানের কর্মচারী, অন্যজন ক্রেতা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জন ব্যক্তি বাইকে করে ওই বাজার এলাকায় আসে এবং দোকান লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। বিস্ফোরণের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দোকানটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সেনাবাহিনী। বিস্ফোরণের পেছনে কোন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরণে দায় স্বীকার করেনি কেউ।

আরও পড়ুন:শুভেন্দুর ঈদ মোবারক! সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিলেন হিন্দু-মুসলমানরা

এ ঘটনায় ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, ‘ডিআইজিকে বলেছি ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে।’ পাশাপাশি এ ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা ঘটনা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। বিস্ফোরণ প্রসঙ্গে, তিনসুকিয়ার ডেপুটি কমিশনার দিগন্ত সইকিয়া জানিয়েছেন, একটা গ্রেনেড বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করা গিয়েছে। এব্যাপারে আরও তথ্য অনুসন্ধান করা হচ্ছে। উল্লেখ্য, দিন তিনেক আগে এই তিনসুকিয়াতেই একটি গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু হয় ১২ বছর বয়সী এক কিশোরের।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version