‘ঈদের নমাজ জানাজার নমাজ না হয়ে যায়’, সতর্কবার্তা মীরের

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু মিছিল অব্যাহত। এই পরিস্থিতিতে আজ ঈদ এবং অক্ষয় তৃতীয়া। করোনা আবহে ঈদ উদযাপন নিয়ে সতর্কবার্তা দিলেন মীর আফসার আলি। ফেসবুকে নিজের ওয়ালে মীর লেখেন, “ঈদের নমাজ জানাজার নমাজ না হয়ে যায়। প্রার্থনা বাড়িতেও হতে পারে। সুরক্ষিত থাকুন।”গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬ জন। অন্যদিকে, একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার করোনা আক্রান্তের।

আরও পড়ুন-সাহায্য চেয়ে কাতর আবেদন হরভজনের, ত্রাতার ভূমিকায় সোনু সুদ

মীর নিজের পোস্টের ক্যাপশনে , “আপনি যা চান তা নিশ্চিত করুন। নিরাপদ দূরত্ব মেনে চলুন। সম্ভব হলে ঘরে বসে দোয়া করবেন। উৎসব পরে হবে, আগে প্রাণে বাঁচুন।”

দেশে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মুখ খুলেছিলেন মীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় মীরের বলেছিলেন, “মানুষ বেঁচে থাকতে কিছু করুন, দয়া করে মৃত্যুর পর কাঁদবেন না।” ফেসবুকে মোদিকে ট্যাগ করে শিল্পীর এমন বার্তাকে অনেকেই খোঁচা বা কটাক্ষ হিসেবেও দেখছেন।

Advt

Previous articleমহামেডানের কোচ হতে চলেছেন আন্দ্রে ক্রেনসোভ
Next articleশক্তি বাড়িয়ে উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তৌকতাই, সর্তকতা জারি মৌসম ভবনের