করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে মুকুল রায়, স্ত্রী নার্সিংহোমে চিকিৎসাধীন

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) রোজ তৈরি হচ্ছে সংক্রমণের নয়া রেকর্ড। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কার্যত গোষ্ঠী সংক্রমণ। সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে শিল্পপতি, খেলোয়াড়, সেলিব্রিটি, রাজনীতিবিদ, কাউকেই ছাড়ছে না মারণ ভাইরাস। এরই মাঝে করোনা আক্রান্ত হলেন কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar Uttar) বিধায়ক (MLA) তথা বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। তাঁর স্ত্রীও কোভিড (covid 19) আক্রান্ত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-কলকাতায় ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত সাধারণ মানুষের

ভোটে জেতার পর সম্প্রতি বিধানসভায় (Bidhansova) শপথ নিতে এসেছিলেন মুকুল রায়। দিন দুয়েক আগেও দলের বৈঠকে হাজির ছিলেন মুকুল রায়। দলীয় বৈঠকে রাজ্যে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) নাম প্রস্তাবও করেন তিনি।

বাড়ি ফিরে কিছুটা অসুস্থ বোধ করেন মুকুলবাবু। তাঁর শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিতেই করোনা টেস্ট করান তিনি। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মুকুল রায়। তবে তাঁর স্ত্রী ভর্তি হয়েছেন একটি বেসরকারি হাসপাতালে।