Tuesday, January 13, 2026

শুভেন্দুর ঈদ মোবারক! সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিলেন হিন্দু-মুসলমানরা

Date:

Share post:

ভোটের আগে তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে শাসকদলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শাণিয়েছেন বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তার মধ্যে ছিল বিজেপি জিতলে অর্থাৎ বাংলায় ক্ষমতায় এলে তৃণমূল কর্মী সমর্থকদের পাকিস্তানে (Pakistan) পাঠিয়ে দেওয়ার ‘ফতোয়া’। তৃণমূল নেত্রীকে ‘বেগম’ বলে কটাক্ষ করেন শুভেন্দু। এর জন্য সম্প্রতি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। শাসকদলের বিরুদ্ধে বারবার মুসলিম তোষণের অভিযোগ তোলেন কাঁথির অধিকারী পরিবারের মেজো ছেলে। সেই হেন শুভেন্দু অধিকারী শুক্রবার তাঁর ফেসবুক পেজে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আর তারপরেই তুমুল সমালোচনা আর কটাক্ষের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়(Social Media)। কমেন্ট বক্সে উপচে পড়ছে বিভিন্ন ধরনের ব্যঙ্গ আর বক্রোক্তি। শুভেন্দুকে ধুয়ে দেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই। নিজেকে হিন্দু ধর্মের একজন রক্ষাকর্তা বলে শুভেন্দু প্রচার করেছিলেন বলেও অভিযোগ করেছেন অনেকে। তাঁদের মতে, এখন ভোটের পরে তিনি কি ‘মুসলিম তোষণে’র রাস্তায় হাঁটছেন?
অনেকে আবার শুভেন্দুকে অভিনেতা বলেও কটাক্ষ করেছেন। কেউ কেউ স্মরণ করিয়েছেন ভোটের আগে তৃণমূলকে বিদ্ধ করতে তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলেছিলেন শুভেন্দু? অনেকে আবার প্রমাণ স্বরূপ ভিডিও (Video) ক্লিপের উল্লেখ করেছেন।

যদিও শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে, বাংলায় বিপর্যয় নিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর বিজেপি বুঝতে পেরেছে তাদের উগ্র হিন্দুত্বের প্রচার এই বাংলায় তাদের কোণঠাসা করেছে। কারণ এটা সমপ্রীতির বাংলা। এখানে ঈদ আর অক্ষয় তৃতীয়া একদিনে পড়লে খুশি এবং আনন্দ ডবল হয়। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই চলতে চান রাজ্যবাসী। সেখানে অন্ধ হিন্দুত্ববাদের কোনও জায়গা নেই বলে মনে করেন সমাজবিদরা। বিজেপি ও সেটা মোক্ষম বুঝেছে। সেই কারণে ঈদের দিন সকালে অক্ষয় তৃতীয়ার পাশাপাশি ঈদ মোবারক জানাতেও ভোলেননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Advt

 

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে রুখে দাঁড়ান: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...