Wednesday, November 12, 2025

সাহায্য চেয়ে কাতর আবেদন হরভজনের, ত্রাতার ভূমিকায় সোনু সুদ

Date:

ভয়াবহ করোনা সংকটে(Karuna situation) স্বাস্থ্য ব্যবস্থার নগ্নরূপ ফুটে উঠেছে ইতিমধ্যেই। নিজের নিজের মতো করে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে কিছু মানুষ। আর সেই তালিকায় অন্যতম নাম বলিউড অভিনেতা সোনু সুদ(Sonu Sood)। এবার জাতীয় দলের দাপুটে ক্রিকেটার হরভজন সিংয়ের(Harbhajan Singh) অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে এলেন তিনি। সম্প্রতি কর্নাটকের এক কোভিড আক্রান্ত রোগীর জন্য সাহায্যের অনুরোধ জানিয়েছিলেন ভাজ্জি। গুরুতর এই রোগীর অবিলম্বে রেমডিসিভির ইনজেকশনের প্রয়োজন ছিল। ভাজির টুইটে সাড়া দিয়ে সেই ইনজেকশনের ব্যবস্থা করে দিলেন মসিহা সোনু সুদ।

বুধবার একটি টুইট করেন হরভজন সিং। সেখানে তিনি লেখেন, ‘অবিলম্বে একটি রেমডেসিভির প্রয়োজন।’ ট্যুইটের সঙ্গে বাসাপ্পা হাসপাতালের ঠিকানা ও একটি ফোন নম্বর দেন তিনি। স্বাভাবিকভাবেই ভাজ্জির এই টুইট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। টুইটি নজরে আসার পর পাল্টা টুইটি সোনু লেখেন, ‘ভাজ্জি, পৌঁছে দেওয়া হবে।’

আরও পড়ুন:কেন্দ্রের গাফিলতিতেই ভয়াবহ হয়েছে সংক্রমণ, মানছেন নীতি আয়োগের সদস্য

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমনের বাড়বাড়ন্তের শুরু থেকেই মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে সোনু সুদ কে। কখনো নিজের খরচে পরিযায়ী শ্রমিক দের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছেন তিনি। আবার কখনো দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। চাকরিহারা অসহায় মানুষগুলোকে কর্মসংস্থান দিয়েছেন। সম্প্রতি দেশে প্রবল অক্সিজেনের ঘাটতি মেটাতে নিজের সম্পত্তি বন্ধক দিয়ে বিদেশ থেকে অক্সিজেন আমদানির ব্যবস্থা করেছেন গরিবের মসিহা সোনু। কিছু দিন আগেই ক্রিকেটার সুরেশ রায়না ও অভিনেত্রী নেহা ধুপিয়াকেও সাহায্য করেছিলেন সোনু। এ বার তিনি হরভজনের ডাকে সাড়া দিলেন।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version