Tuesday, January 13, 2026

বাচ্চাদের মধ্যেও সংক্রমণ, জেনে নিন কোন কোন বিষয় লক্ষ্য রাখবেন

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। আট থেকে আশি, সংক্রমণের হাত থেকে বাদ পড়ছে না কেউই। চিকিৎসকদের কথায়, বাচ্চারা কোভিডের জেরে খুব অসুস্থ হয়ে না পড়লেও তাঁদের উপর সবরকম নজর রাখা জরুরি। সাধারণত বাচ্ছাদের উপর করোনার প্রভাব খুব বেশি না পড়লেও তাঁদের মধ্যে মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। ফলে অনেক বাবা-মায়েরাই বুঝতে পারছেন না যে তাঁর বাচ্চা কোভিড আক্রান্ত। বাচ্চা বাড়িতে থাকলেও তার কোভিড হতে পারে। সেক্ষেত্রে সংক্রমণের ধরণ কী হতে পারে তা একনজরে দেখে নিন:

পেটব্যাথা : করোনার দ্বিতীয় ঢেউয়ে উপসর্গের মধ্যে জ্বর ছাড়াও পেটব্যাথা বা হজমের গণ্ডগোল দেখা যাচ্ছে। সেক্ষেত্রে লক্ষ্য রাখুন বাচ্চার পেট ফুলে যাওয়া বা পেট ব্যাথা বা হজমের সমস্যা হচ্ছে কিনা। অনেকসময় বাচ্চারা খেতে চায় না। তবে একেবারে না খেতে চাওয়াটাও করোনার উপসর্গ হতে পারে। সুতরাং সেদিকে খেয়াল রাখুন।

ডাইরিয়া: বাচ্চাদের কোভিড সংক্রমণের অন্যতম উপসর্গ ডাইরিয়া। অতিরিক্ত বমি বা খুব বেশি পেট খারাপ লক্ষ্য করলে ডাক্তারের পরামর্শ নিন।

জ্বর: করোনার প্রাথমিক লগ্নে জ্বর বা ফ্লু ছিল অন্যতম উপসর্গ। কোভিডের কারণে জ্বর এসে তাড়াতাড়ি সেরে গেলেও এর সঙ্গে কাঁপুনি, ক্লান্তিভাব দেখা যাচ্ছে। জ্বরের তাপমাত্রা বারবার চেক করুন। কখনও তাপমাত্রা ১০২ পর্যন্ত হতে পারে। তবে ২-৩ দিনের মধ্যেই জ্বর সেরে যেতে দেখা যাচ্ছে। তবে তার থেকে বেশিদিন জ্বর থাকলে বাচ্চাকে ঘরে না রাখাই ভাল।

ক্লান্তিভাব: বাচ্চা অ্যাকটিভ থাকছে কিনা সেদিকে নজর রাখুন। অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে বা খুব ক্লান্ত বোধ করছে,টানা ঘুমের সমস্যা হলেও এগুলি করোনার মৃদু উপসর্গের অন্যতম।

র‍্যাশ: গত বছরই ‘কোভিড টোজ’ দেখা গিয়েছিল। অর্থ্যাৎ ত্বকের সমস্যা এবং বাচ্চাদের গায়ে র‍্যাশও কোভিডের অন্যতম উপসর্গ ।বাচ্চাদের শরীরে কোনও ধরণের অদ্ভুত লালচে দাগ বা ফুশকুরি বা র‍্যাশ চোখে পড়লেই সতর্ক হন। এমনকি কোভিডের সংক্রমণে নখও ফ্যাকাশে হয়ে যেতে পারে।

সর্দি-কাশি: বাচ্চাদের মধ্যে কোভিডের জন্য ফুসফুসে সংক্রমণ খুব একটা শোনা যায়নি। তবে ঠান্ডা লাগা, টানা কাশি, গলা ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দিতেও পারে।

Advt

spot_img

Related articles

সংক্রান্তিতে শীতবিলাসীদের জন্য সুখবর, বুধে কনকনে ঠান্ডার পূর্বাভাস!

পৌষ সংক্রান্তি মানেই হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু গত কয়েকদিনে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী তাতে সংশয় লেগেছিল বাঙালির মনে।...

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...