Thursday, November 6, 2025

প্রশান্ত কিশোরের নাম করে নেতাদের থেকে টাকা আদায়ের অভিযোগ একটি গ্যাংয়ের বিরুদ্ধে, গ্রেফতার ২

Date:

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের নাম করে কংগ্রেস নেতাদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ একটি গ্যাংয়ের বিরুদ্ধে। ঘটনা পাঞ্জাবের। টাকার বিনিময়ে ভোটের টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যেই লুধিয়ানা পুলিশ রাকেশ কুমার ভাসিন ও রজত কুমার রাজা নামে দু’জনকে গ্রেফতার করেছে। তবে গ্যাংয়ের মূল চক্রীর এখনও কোনও খোঁজ মেলেনি বলেই খবর। খোঁজ চলছে।

আগামী অর্থাৎ ২০২২-এ পাঞ্জাবে বিধানসভা ভোট। সূত্রের খবর, ওই বিধানসভা ভোটে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের হয়ে কাজ করবেন প্রশান্ত কিশোর। তাই শুধুমাত্র কংগ্রেস নেতাদেরই লক্ষ্য করে টাকা তুলছিল এই গ্যাং। পুলিশের তরফে জানা যাচ্ছে, প্রশান্ত কিশোরের নাম করে কংগ্রেস নেতাদের ফোন করে নির্বাচনী টিকিটের লোভ দেখাত এই গ্যাংয়ের সদস্যরা। প্রায় অনেক নেতাদের কাছ থেকেই ৫ কোটি টাকা তুলেছে এই গ্যাংয়ের সদস্যরা।

আরও পড়ুন-নন্দীগ্রামে গিয়ে ফের প্রশাসনকে তোপ ধনকড়ের, অতৃপ্ত আত্মা: পাল্টা কুণাল

সূত্রের খবর গ্রেফতার হওয়া ২ ‌জনেই শিবসেনা (‌সূর্যবংশী)‌–র সদস্য। গ্যাংয়ের মূল চক্রী গৌরব শর্মার খোঁজে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক রাকেশ ভাসিন ৪ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতেন। তাঁকে পাঞ্জাব সরকারই এই নিরাপত্তা দিয়েছিল। ইতিমধ্যেই গ্যাংয়ের সদস্যরা বাটালার প্রাক্তন বিধায়ক, সাঙ্গুরের দুই স্থানীয় নেতা ও জলন্ধরের প্রাক্তন মেয়রকে ভোটের টিকিটের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে। জানা গিয়েছে, পরবর্তী টার্গেট ছিল লুধিয়ানার এক বিধায়ক। পুলিশ জানিয়েছে, গ্যাংয়ের সঙ্গে প্রশান্ত কিশোরের কোনও যোগাযোগ নেই। কিন্তু এরা প্রশান্ত কিশোরের নাম ভাঙিয়ে টিকিটের প্রতিশ্রুতি দিয়ে পাঞ্জাব, হরিয়ানা, বিহার, রাজস্থানের একাধিক নেতার থেকে টাকা হাতিয়েছে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version