Tuesday, November 11, 2025

প্রশান্ত কিশোরের নাম করে নেতাদের থেকে টাকা আদায়ের অভিযোগ একটি গ্যাংয়ের বিরুদ্ধে, গ্রেফতার ২

Date:

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের নাম করে কংগ্রেস নেতাদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ একটি গ্যাংয়ের বিরুদ্ধে। ঘটনা পাঞ্জাবের। টাকার বিনিময়ে ভোটের টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যেই লুধিয়ানা পুলিশ রাকেশ কুমার ভাসিন ও রজত কুমার রাজা নামে দু’জনকে গ্রেফতার করেছে। তবে গ্যাংয়ের মূল চক্রীর এখনও কোনও খোঁজ মেলেনি বলেই খবর। খোঁজ চলছে।

আগামী অর্থাৎ ২০২২-এ পাঞ্জাবে বিধানসভা ভোট। সূত্রের খবর, ওই বিধানসভা ভোটে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের হয়ে কাজ করবেন প্রশান্ত কিশোর। তাই শুধুমাত্র কংগ্রেস নেতাদেরই লক্ষ্য করে টাকা তুলছিল এই গ্যাং। পুলিশের তরফে জানা যাচ্ছে, প্রশান্ত কিশোরের নাম করে কংগ্রেস নেতাদের ফোন করে নির্বাচনী টিকিটের লোভ দেখাত এই গ্যাংয়ের সদস্যরা। প্রায় অনেক নেতাদের কাছ থেকেই ৫ কোটি টাকা তুলেছে এই গ্যাংয়ের সদস্যরা।

আরও পড়ুন-নন্দীগ্রামে গিয়ে ফের প্রশাসনকে তোপ ধনকড়ের, অতৃপ্ত আত্মা: পাল্টা কুণাল

সূত্রের খবর গ্রেফতার হওয়া ২ ‌জনেই শিবসেনা (‌সূর্যবংশী)‌–র সদস্য। গ্যাংয়ের মূল চক্রী গৌরব শর্মার খোঁজে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক রাকেশ ভাসিন ৪ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতেন। তাঁকে পাঞ্জাব সরকারই এই নিরাপত্তা দিয়েছিল। ইতিমধ্যেই গ্যাংয়ের সদস্যরা বাটালার প্রাক্তন বিধায়ক, সাঙ্গুরের দুই স্থানীয় নেতা ও জলন্ধরের প্রাক্তন মেয়রকে ভোটের টিকিটের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে। জানা গিয়েছে, পরবর্তী টার্গেট ছিল লুধিয়ানার এক বিধায়ক। পুলিশ জানিয়েছে, গ্যাংয়ের সঙ্গে প্রশান্ত কিশোরের কোনও যোগাযোগ নেই। কিন্তু এরা প্রশান্ত কিশোরের নাম ভাঙিয়ে টিকিটের প্রতিশ্রুতি দিয়ে পাঞ্জাব, হরিয়ানা, বিহার, রাজস্থানের একাধিক নেতার থেকে টাকা হাতিয়েছে।

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version