কড়া সমালোচনায় বিজেপি প্রতিনিধিরা নেই নন্দীগ্রামে, ধনকড়ের সঙ্গে দেখা করে চলে গেলেন শুভেন্দু

রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়ে শীতলকুচির পর এবার নন্দীগ্রাম সফরে রাজ্যপাল জগদীপ ধনকড়। লক্ষ্য, সংঘর্ষে আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে যাওয়া ও তাদের পাশে দাঁড়ানো। কিন্তু রাজনৈতিক মহলে রাজ্যপালের সফর নিয়ে ধুন্ধুমার। শাসকদল তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফ বলেন, ‘ রাজ্যপাল একজন নির্লজ্জ ব্যক্তি। ওনার যা অধিকার নেই, তিনি তাই করছেন। আরও একধাপ এগিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, উনি একজন অতৃপ্ত আত্মা। বিজেপির কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন:ভ্যাকসিন বন্টনে বৈষম্য কেন্দ্রের, ‘লাস্ট বয়’ যোগীকে ১১ লক্ষ অথচ বাংলার ভাঁড়ার খালি

তবে শনিবার নন্দীগ্রাম সফরের লক্ষ্যণীয় বিষয় হলো, ধনকড়ের সঙ্গে বিজেপির কোনও প্রতিনিধি কিংবা জনপ্রতিনিধি নেই। রাজ্যপাল হেলিপ্যাডে নামার পরে শুভেন্দু অধিকারী এসে দেখা করে যান। কিন্তু তিনি রাজ্যপালের সঙ্গে যাননি। দেখা করেই চলে যান। শাসকদল সহ বিরোধীদের কড়া সমালোচনায় রাজ্যপাল বাধ্য হয়েছেন বিজেপির প্রতিনিধিদের বাদ দিয়েই নন্দীগ্রামে সফরে আসতে। তবে সফরে নিরাপত্তা চোখে পড়ার মতো। সেনা কপ্টার থেকে নামার পর শুভেন্দু দেখা করেন রাজ্যপালের সঙ্গে। এরপর ধনকড়ের গন্তব্য নন্দীগ্রাম বাজার, টেন্ডুয়া, কেন্দামারি, বঙ্কিম মোড়। পুজো দেবেন মন্দিরে।

Advt

Previous articleদেশজুড়ে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, সামান্য কমলো মৃত্যুর সংখ্যাও
Next articleএকুশের করোনা পরিস্থিতি আরও বেশী বিপদজনক, ভারত নিয়ে উদ্বেগ প্রকাশ করল হু