Tuesday, November 4, 2025

মোদির বিরুদ্ধে পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ, দিল্লিতে গ্রেফতার ১২

Date:

দেশে চরম আকার ধারণ করেছে করোনা। প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। সপ্তাহের শুরুতে তো আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল চার লক্ষের গণ্ডি। এই পরিস্থিতিতে টিকা সঙ্কটের জেরে বারবার বিরোধীরা নিশানা করেছে কেন্দ্রীয় সরকারকে। এ বার দেশে টিকার অপ্রতুলতার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলে অসংখ্য পোস্টার-ব্যানারে ছেয়ে গেল গোটা দিল্লি। যেখানে লেখা রয়েছে, “মোদি জি, আমাদের ছেলেমেয়েদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন?” তারপরই গ্রেফতার অন্তত ১২।

দিল্লির একাধিক জায়গায় প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে পোস্টার-ব্যানার সাঁটানো হয়েছে। যেখানে লেখা রয়েছে, “মোদি জি, আমাদের ছেলেমেয়েদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন?” সূত্রের খবর প্রায় আটশো-র ও বেশি এই ধরণের পোস্টার উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ডিফেসমেন্ট অব পাবলিক পপার্টি অ্যাক্ট-সহ একাধিক ধারায় ১৩টিরও বেশি এফআইআর করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংগঠিত ভাবেই এই পোস্টার লাগানোর কাজ করা হয়েছে বলে পুলিশের শীর্ষকর্তাদের একাংশের অনুমান।

কোভিশিল্ড ও কোভ্য়াক্সিন অনুমোদিত হওয়ার পর একাধিক দেশে ভ্যাকসিন পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল বিরোধীরা। যদিও বর্তমানে বিদেশে টিকা রফতানি বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, কিছুটা কম হলেও গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৯০ জন। তবে স্বস্তি দিয়ে এদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। বর্তমানে দেশে মোট রোগীর সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৭৩ হাজার ৮০২। এখনও অবধি মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন।

আরও পড়ুন- ভোটের ফলাফল বিশ্লেষণে দিলীপের ডাকা বৈঠক এড়াচ্ছেন দলবদলু থেকে হেরো প্রার্থীরা

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version