Monday, August 25, 2025

করোনাভাইরাসের ধাক্কায় বিধ্বস্ত গোটা দেশ। এবার দোসর ‘মিউকোরমাইকোসিস’ বা ‘ব্ল্যাক ফাংগাস’ ৷ কোভিড সেরে গেলেও এই মারাত্মক ছত্রাকের সংক্রমণ রয়ে যাচ্ছে অনেক রোগীর শরীরেই ৷ এরই মধ্যে মহারাষ্ট্রে প্রায় ২ হাজারটি অ্যাকটিভ মিউকোরমাইকোসিসের খবর পাওয়া গিয়েছে, মারা গিয়েছেন ৩০ জন ৷

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সংক্রমণের ফলে কিছু রোগী তাঁদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন ৷

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ” (আইসিএমআর) জানিয়েছে, ডায়াবেটিসে ব্যবহৃত স্টেরয়েড ব্যবহারের ফলে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় ৷ এ ছাড়া কোনও জটিল রোগে দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকলে, কোনও অঙ্গ প্রতিস্থাপন করা হলে, ক্যানসার হলে এই সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় ৷


এই ছত্রাক রয়েছে এমন পরিবেশে গেলে কোনও ব্যক্তি সহজেই সংক্রামিত হয়ে যান ৷
মানুষ তার সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে এর মোকাবিলা করতে পারে সহজেই ৷ কিন্তু করোনা সংক্রমণের চিকিৎসায় রোগীকে এমন কিছু ওষুধ দেওয়া হয়, যাতে তার স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে এই ফাংগাল সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় ৷ আইসিইউ-তে চিকিৎসাধীন রোগীরা ওই পরিবেশের আর্দ্রতার মাত্রার জন্য সুস্থ হওয়ার সময় এই ফাংগালে আক্রান্ত হন ৷

এই সংক্রমণের ফলে প্রথমে সাইনাস, পরে তা দাঁতে, আর তারও পরে চোখ ক্ষতিগ্রস্ত হয় ৷ এর পরের পর্যায়ে ফুসফুস আর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় ৷ ছোট ছোট কালো দাগে ভরে যায় রোগীর মুখ, দৃষ্টিশক্তি হারিয়ে যায়, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কাশতে গিয়ে রক্ত উঠে আসা, এই রোগের লক্ষণ ৷
যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিয়মিত ঠান্ডা লাগার সঙ্গে এই ফাংগাল ইনফেকশনকে গুলিয়ে ফেললে চলবে না ৷ যে সব কোভিড রোগীদের চিকিৎসা চলছে অথবা যাঁরা সবে সুস্থ হয়েছেন, তাঁরা যেন এই লক্ষণগুলির বিষয়ে সচেতন থাকেন ৷ তবে, প্রয়োজনীয় পরীক্ষা ফল আর বিশেষজ্ঞের পরামর্শের পরই নিশ্চিত করা যাবে এই সংক্রমণ ৷

ত্বকের মাধ্যমে শুরু হলেও এই সংক্রমণ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে ৷ চিকিৎসার সময় মৃত আর সংক্রামিত কোষগুলিকে শরীর থেকে সরিয়ে দিতে হয়, তাই অনেক সময় কিছু রোগীর চোয়ালের উপরের অংশ অথবা একটা চোখ ক্ষতিগ্রস্ত হয় ৷
বিশেষত ডায়াবেটিস রোগীদের সচেতন থাকতে হবে ৷ আইসিএমআর জানিয়েছে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখাই প্রথম পদক্ষেপ ৷ নিজে নিজে ওষুধ আর অতিরিক্ত স্টেরয়েড ব্যবহারের ফল মারাত্মক হতে পারে ৷ চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে ৷

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version