শীতলকুচির গুলিকাণ্ডের পুনর্নির্মাণ করবে সিআইডি। ভবানীভবন সূত্রে জানা গিয়েছে, কাল, সোমবার ডিআইজি সিআইডির নেতৃত্বে একটি দল শীতলকুচি যাবে।বিগত কয়েক দিন ধরেই সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করেছে। মাথাভাঙা থানার পুলিশ কর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই শীতলকুচিতে গিয়ে ঘটনার পুনর্নির্মাণের উদ্যোগ। পাশাপাশি কথা বলা হবে অন্যান্য পুলিশকর্মী এবং এলাকার মানুষের সঙ্গে। এই ঘটনায় যাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, সেই বাহিনীর সদস্যদের ডেকে পাঠানো হলেও তারা আসেনি। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে খবর।
