Sunday, August 24, 2025

প্রয়াত কংগ্রেস নেতা রাজীব সাতভ, ‘বড় ক্ষতি’ বললেন রাহুল গান্ধী

Date:

প্রয়াত কংগ্রেস নেতা রাজীব সাতভ। রাজ্যসভার সাংসদ সাতভ করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তার কয়েকদিন পর রবিবার সকালে পুনের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর।

গত ২২ এপ্রিল সাতভের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। তবে গত ৯ মে তাঁর কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। পরে তাঁর একটি নতুন ভাইরাল সংক্রমণ ধরা পড়ে। ক্রমশই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রবিবার সকালে মৃত্যু হয় কংগ্রেস নেতার। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেন, নতুন ভাইরাল সংক্রমণ ধরা পড়ায় ৪৬ বছর বয়সী কংগ্রেস নেতার অবস্থা আশঙ্কাজনক ছিল।

আরও পড়ুন-গুজরাটের এক সংস্থাকে এবার ‘কোভ্যাক্সিন’ তৈরির ছাড়পত্র

রাজীব সাতভের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্যুইট করে তিনি লিখেছেন, “আমার বন্ধু রাজীব সাতভের প্রয়াণে মর্মাহত। তিনি ছিলেন দক্ষ নেতা, যিনি কংগ্রেসের আদর্শের প্রকৃত রূপায়ণ করেছেন। তাঁর মৃত্যু আমাদের সকলের পক্ষে বড় ক্ষতি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা ও ভালোবাসা।”

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল ট্যুইট করে জানিয়েছেন, “কংগ্রেস তার প্রথম সারির যোদ্ধা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, সাংসদ এবং সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ তরুণ নেতা হারিয়েছে। আজ অপূরণীয় ক্ষতিতে আমি বিধ্বস্ত। আমার আন্তরিক সমবেদনা।” রাজীব সাতভের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version