Tuesday, November 4, 2025

ঘূর্ণিঝড় টাউকটের জেরে বিপর্যস্ত গোয়ার উপকূল, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অমিত শাহ

Date:

শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাউকটে(Taukte)। তার দাপট ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে কর্নাটক(karnatak), কেরল(Kerala), গোয়ার(Goa) মতো রাজ্যগুলিতে। ঘূর্ণি ঝড়ের দাপটে কর্নাটকে এখনো পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গোয়াতে ভেঙে পড়েছে প্রচুর ঘরবাড়ি গাছপালা। গুরুতর এই পরিস্থিতিতে যে সমস্ত রাজ্যগুলিতে এই ঝড়ের প্রভাব পড়বে সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

দুর্যোগ পরিস্থিতির গুরুত্ব বুঝে বহু আগে থেকেই সতর্ক করা হয়েছিল সমস্ত রাজ্যগুলিকে। শনিবার পরিস্থিতি পর্যালোচনা করে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রবিবার গুজরাট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও দমন দিউ দাদার প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই ঝড়ের ধ্বংসাত্মক ক্ষমতাকে গুরুত্ব দিয়ে আগেই সতর্ক হয়ে গিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ১০০টি উদ্ধারকারী দল কাজ করছে কেরল, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র ও গোয়ায়।

আরও পড়ুন:কোভিড চিকিৎসায় বা ভ্যাকসিন পেতে আর বাধ্যতামূলক নয় আধার কার্ড, জানিয়েছে কেন্দ্র

দেশের গুরুতর করোনা পরিস্থিতির মাঝে এই ঝড় যে আরো বিপদ বয়ে আনতে পারে তা অনুমান করে শনিবারই প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়েছিলেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও যাতে করোনা টিকার কোনো ক্ষতি না হয় সে ব্যবস্থা আগাম করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি জানানো হয়েছিল করোনা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে জানা গেছে, আগামী ১২ ঘণ্টায় নিজের শক্তি আরো বাড়াবে এই ঘূর্ণিঝড়। ফলে এই ১২ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছে মৌসম ভবন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version