Wednesday, November 5, 2025

ফের দেশে ‘স্পুটনিক ভি’, ভারতের জন্য বার্ষিক ৮৫ কোটি ভ্যাকসিন তৈরির লক্ষ্য : রাশিয়া

Date:

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আছড়ে পড়ায় বিধ্বস্ত বেশ কিছু রাজ্য। এখনও দৈনিক সংক্রমণের হার ঊর্ধমুখী। মৃত্যু মিছিল অব্যাহত। রয়েছে অক্সিজেন এবং বেডের সঙ্কট। ঘাটতি রয়েছে করোনা টিকারও। এমন অবস্থায় ভারতে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের ঘাটতি মেটাতে সাহায্যের হাত বাড়াল রাশিয়া। দেশে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলে কুদাশেভ জানিয়েছেন, ভারতের জন্য বছরে ৮৫ কোটি ‘স্পুটনিক ভি’ তৈরি করবে তারা।

গতবছর যখন অতিমারির প্রকোপে জর্জরিত বিশ্বের প্রায় সব দেশ তখন সবার প্রথমে ‘স্পুটনিক ভি’ এনে সাড়া ফেলে দিয়েছিল রাশিয়া। যদিও তার কার্যকরিতা নিয়ে প্রশ্ন তোলে আমেরিকা এবং ব্রিটেন। হায়দরাবাদের ডক্টর রেড্ডি’জ ল্যাবের সঙ্গে একজোট হয়ে ভারতে ‘স্পুটনিক ভি’ নিয়ে এসেছে ভ্লাদিমির পুতিনের দেশ। গত ১ মে প্রথম দফায় হায়দরাবাদে টিকা পাঠায় রাশিয়া। আজ, রবিবার দ্বিতীয় দফায় আবারও টিকা এসে পৌঁছেছে। আগামী সপ্তাহেই বাজারে ‘স্পুটনিক ভি’ পাওয়া যাবে।

আরও পড়ুন-ঘূর্ণিঝড় টাউকটের জেরে বিপর্যস্ত গোয়ার উপকূল, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অমিত শাহ

নিকোলে কুদাশেভের দাবি, “স্পুটনিক ভি এর কার্যকারিতা বিশ্বে সুপরিচিত। ২০২০-র দ্বিতীয়ার্ধ থেকে রাশিয়ায় সফলভাবে নাগরিকদের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। রাশিয়ান বিশেষজ্ঞরা ঘোষণা করেছিলেন যে এটি COVID-19 এর নতুন স্ট্রেনের বিরুদ্ধেও কার্যকর।” তিনি আরও বলেন, “ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে। ভারতের জন্য বার্ষিক ৮৫ কোটি টিকা তৈরির লক্ষ্য রয়েছে আমাদের। খুব শীঘ্রই স্পুটনিক ভি-র একটি করে টিকা বাজারে মিলবে।”

নিকোলে আরও বলেছেন, “স্পুটনিক লাইট নামে ভারতে শীঘ্রই একটি একক ডোজ ভ্যাকসিন আনার পরিকল্পনা রয়েছে।” ১২ এপ্রিল, ২০২১-এ স্পুটনিক ভি ভারতে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছিল। এটি জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয় কেন্দ্র।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version