Saturday, August 23, 2025

ভোটে হেরে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, জামিন মেলার পর তোপ ফিরহাদের

Date:

সারাদিন টানটান উত্তেজনার পর অবশেষে নারদ মামলায় জামিন পেয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম(firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায়ের(Subrata Mukherjee) পাশাপাশি মদন মিত্র(Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়(sovan Chatterjee)। আদালতের থেকে অন্তর্বর্তী জামিন পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে সরব হলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ‌

সোমবার সন্ধ্যায় বিজেপির(BJP) বিরুদ্ধে তোপ দেগে ফিরহাদ হাকিম সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজ কেবল আমার ও আমার সহকর্মীদের সঙ্গে হেনস্থা ও প্রতিহিংসামূলক আচরণ করার দিন ছিল না। বাংলার জনগণের উপর প্রতিহিংসামূলক আচরণ ছিল বিজেপির। বাংলায় বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। গোহারা হারের কারণেই বাংলার মানুষের উপর ওদের এত রাগ। বাংলার উপর নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে গিয়ে কোভিডের কাজ থমকে দিতে চেয়েছে বিজেপি। ওদের কাছে বাংলার ক্ষমতা দখল দেশের লাখ লাখ মানুষের মৃত্যুর থেকেও গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন:করোনা রোগীর সেবায় নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের খাওয়ানোর দায়িত্ব নিলেন শেফ সঞ্জীব কাপুর

শুধু তাই নয় রাজ্যের মন্ত্রী আরো লেখেন, নির্বাচনে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে ওরা। তথ্যের অধিকার আইনে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের হাজার হাজার কোটি টাকা। এরপরই নারদ কান্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘যে স্টিং অপারেশনটা ওরা করেছে, সেটার কোনও ভিত্তি নেই। কোনও প্রমাণ নেই। ওরা কেবল আমাদের অপদস্থ করতে চায়। আমার যে সহকর্মীরা ওদের চাপের কৌশলের কাছে মাথা নত করে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা আজকের গ্রেফতারি ও সিবিআইয়ের হেনস্থা থেকে রেহাই পেয়েছেন। বিজেপি এতটাই নীচে নেমে গিয়েছে যে, যখন করোনায় মানুষ মারা যাচ্ছে তখন তারা রাজনৈতিক প্রতিহিংসায় মনোনিবেশ করছে।’

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version