Tuesday, November 11, 2025

মুখ্যমন্ত্রীর জন্য প্রাণ দিতেও প্রস্তুত: শোভনের ‘পাশে’ থেকে মন্তব্য বৈশাখীর

Date:

নারদকাণ্ডে তৃণমূলের (Tmc) মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), বিধায়ক মদন মিত্র (Madan Mitra)দের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়কেও(Sovan Chatterjee) গ্রেফতার করে সিবিআই (Cbi)। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। কিন্তু বিজেপিতে শোভন-বৈশাখীর অভিজ্ঞতা সুখকর হয়নি। আর শেষ পর্যন্ত সোমবার, ৩ তৃণমূল নেতার সঙ্গে গ্রেফতার করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কেও। অথচ এই নারদ মামলায় নাম থাকলেও গ্রেফতার হননি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বা মুকুল রায়কে। আর দলের তিন নেতার পাশাপাশি শোভনের পাশে গিয়েও দাঁড়ান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরেই অভূতপূর্ব মন্তব্য করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যেভাবে শোভনের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ালেন, এরপর ওনার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত”।

এদিন শোভন চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই নিজাম প্যালেসে হাজির হন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। সেইসময় খোঁজ পরে বৈশাখীরও। ফোনে তিনি জানান, “নিজাম প্যালেসে আছি। একদিকে গণতন্ত্রের চরম অপমান করল বিজেপি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা একটা দৃষ্টান্ত”।

তৃণমূল নেত্রী কোনও আন্দোলনের ডাক দিলে যাবেন? উত্তরে বৈশাখী বলেন, “উনি বললে নবান্নে ওনার চটিও রেখে আসতে পারি”।

আরও পড়ুন:‘রাজ্যপাল একটা দৈত্য’, বললেন কল্যাণ, ‘এটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক পদক্ষেপ’, মত সৌগতর

সিবিআইকে বিজেপির তোতাপাখি বলে কটাক্ষ করে বৈশাখী অভিযোগ করেন, “নন্দীগ্রামে বিজেপি প্রার্থী জয় নিয়ে যখন শোভন প্রশ্ন তুলেছিলেন তখনই বুঝেছিলাম এবার খাঁড়া নেমে আসতে পারে”। এখন মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোয় শক্তি পাচ্ছেন বলে মত বৈশাখীর।

করোনা সংক্রমণের এই ভয়াবহতার মধ্যে রাজ্যে কার্যত লকডাউন চলাকালীন এই গ্রেফতারে বাংলার মানুষের কোনও ক্ষতি হলে বিজেপিকেই দায় নিতে হবে বলে দাবি করেছেন বৈশাখী।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version