Saturday, August 23, 2025

রাতেই আছড়ে পড়বে সুপার সাইক্লোন Tauktae, প্রস্তুত উপকূলরক্ষী বাহিনী-বায়ুসেনা-নৌবাহিনী

Date:

সোমবার রাতেই গুজরাত উপকূলে উনার কাছে আছড়ে পড়বে Tauktae। যদিও সবরকম পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত প্রস্তুত উপকূলরক্ষী বাহিনী, বায়ুসেনা এবং নৌবাহিনী। এনডিআরএফ সূত্রে খবর, ১০০ টি দলের মধ্যে ৭৯ দল এখন সমস্ত প্রভাবিত রাজ্যের উপকূলবর্তী এলাকায় মোতায়েন রয়েছে। এছাড়াও রিজার্ভে রয়েছে ১৪ টি দল। সেইসঙ্গে ২২ দল গাজিয়াবাদ, ভাতিণ্ডা, ভুবনেশ্বর ও বিজয়ওয়াড়ায় ২২ দলকে প্রস্তুত রাখা হয়েছে।

ইতিমধ্যেই মুম্বাইয়ের বান্দ্রা-ভারালি সমুদ্রের সংযোগস্থলে যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে। Tauktae বর্তমানে রাজধানীর ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। বৃহন্মুবাই মিউনিসিপাল কর্পোরেশনের একজন প্রবীণ কর্মকর্তা জানিয়েছেন, হাওয়ার গতিবেগ বেশি থাকার ফলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, মুম্বই মনোরেল সমস্ত কার্যক্রম এক দিনের জন্য স্থগিত করেছে। মুম্বই মনোরেল একটি টুইট বার্তায় বলেছে, যাত্রীদের নিরাপত্তার জন্য এটি একটি তাত্ক্ষণিক সিদ্ধান্ত ছিল। Tauktae-এর জেরে মুম্বই বিমানবন্দর সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন-‘শোভনের জন্যই CBI দফতরে এসেছি’, কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়িয়ে বললেন রত্না

দক্ষিণ-পূর্ব আরবসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে ব্যাপক শক্তি অর্জন করেছে Tauktae। সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রায় ১৮৫ কিলোমিটার। মনে করা হচ্ছে ঝড়ের অভিমুখ রয়েছে গুজরাতের পোরবন্দর ও মাহবুবার(ভাবনগর) মাঝে। মুম্বইয়ে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এনডিআরএফের মোট ৫৩ টি দল মোতায়েন করা হয়েছে দেশের পশ্চিম উপকূলে। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, দেশের বিভিন্ন এয়ার বেসে ১৬ টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট ও ১৮ টি হেলিকপ্টার যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত। এছাড়াও বায়ুসেনার আইএল-৭৬ এয়ারক্র্যাফ্টে এনডিআরএফের মোট ১২৭ জওয়ান ও ১১ টন সামগ্রী পাঞ্জাবের ভাতিণ্ডা থেকে গুজরাটের জামনগরে পৌঁছে দিয়েছে। একইসঙ্গে একটি সি-১৩০ হারকিউলিস বিমান ২৫ জওয়ান ও ১২.৩ টন সামগ্রী ভাতিণ্ডা থেকে রাজকোটে পৌঁছে দিয়েছে। নৌসেনা সূত্রে খবর, কোচির দক্ষিণ কম্যান্ড ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজ শুরু করেছে।

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version