Friday, December 19, 2025

নারদকাণ্ড: সুপ্রিম কোর্টে যাওয়ার সব প্রস্তুতি রাখছে সিবিআই

Date:

Share post:

নারদকাণ্ডে (Narada Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায় যদি তাদের পক্ষে না যায়, তাহলে বিকল্প ভাবনা হিসাবে ধৃত চারজনের জামিন বাতিলের আর্জি নিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাবে সিবিআই (CBI)। তার প্রস্তুতি এখন থেকেই করে রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার হাইকোর্টে নারদকাণ্ডের শুনানির পর যদি আদালত ধৃতদের জামিন মঞ্জুর করে তাহলে তৎক্ষণাৎ সর্বোচ্চ আদালতে জামিন বাতিলের আর্জি জানাবেন সিবিআই তদন্তকারীরা।

মঙ্গলবার ইতিমধ্যেই দিল্লির লিগাল সেলের সঙ্গে নারদ তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন সিবিআই আধিকারিকরা। বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। যদি রায় তাঁদের পক্ষে না যায়, তাহলে চার হেভিওয়েটের জামিন বাতিলের আর্জি নিয়ে সিবিআই আধিকারিকরা শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন। সোমবার রাতে নিম্ন আদালতের জামিনে স্থগিতাদেশ দিয়ে ঘুষকাণ্ডে অভিযুক্ত ফিরহাদ হাকিম, শোভন চ্যাটার্জি, সুব্রত মুখার্জি ও মদন মিত্রকে জেলে পাঠায় কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি ধৃত চারজনের মধ্যে কেউ যদি সুপ্রিম কোর্টে আলাদাভাবে বা দলগতভাবে জামিনের আবেদন করেন, তাহলেও আইনি পথে তার মোকাবিলা করার ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে রেখেছে সিবিআই। সেজন্য সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে তারা। ধৃত হেভিওয়েটদের স্বাস্থ্য ও জেলে তাদের জন্য কোনও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কিনা তার উপরেও নজর রাখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জেলবন্দি ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র ও শোভন চ্যাটার্জির স্বাস্থ্যের খোঁজ নিতে জেল কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সিবিআই।

Advt

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...