নারদ-মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট CBI-এর

নারদ-মামলায় আইনি লড়াই সুপ্রিম কোর্টে চলে আসতে পারে ধরে নিয়েই CBI-এর তরফে শীর্ষ আদালতে ক্যাভিয়েট (Caveat) করা হচ্ছে ৷ ক্যাভিয়েটের ফলে CBI-এর বক্তব্য না শুনে জেল হেফাজতে থাকা তৃণমূল হেভিওয়েটদের আবেদনের একতরফা শুনানি বা অন্তর্বর্তী কোনও নির্দেশই সুপ্রিম কোর্টের (Supreme Court) দেওয়া সম্ভব নয়৷

নারদ-মামলায় তৃণমূল মন্ত্রী-বিধায়ক বনাম CBI দ্বৈরথে দু’পক্ষই ফের আইনি লড়াইয়ের পথ তৈরি করছে। CBI ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করার সিদ্ধান্ত নিয়েছে৷ তৃণমূল মন্ত্রী-বিধায়কের তরফেও নতুন আইনি পথে হাঁটার সম্ভাবনা জোরালো হচ্ছে৷ CBI-এর দিল্লির কর্তাদের নির্দেশ কলকাতায় আসার পরই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে৷ CBI-এর ধারনা, নারদ-মামলা এবার যে কোনও মুহুর্তে
সুপ্রিম কোর্টে চলে আসতে পারে ধরে নিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ক্যাভিয়েট করা হয়েছে৷

কোনও নির্দিষ্ট মামলা উল্লেখ করে ক্যাভিয়েট করা থাকলে CBI-এর বক্তব্য না শুনে জেলবন্দি থাকা তৃণমূল হেভিওয়েটদের আবেদনের একতরফা শুনানি সম্ভব নয়৷ এর অর্থ, কলকাতা হাইকোর্টের নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে তৃণমূল হেভিওয়েটরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেখানে কড়া আইনি চ্যালেঞ্জ অপেক্ষা করছে CBI-এর তরফে৷ আইনি মহলের ব্যাখ্যা, CBI নিজেদের দিক সুরক্ষিত রাখতেই ক্যাভিয়েট করেছে শীর্ষ আদালতে৷

Advt

Previous articleকোভিডে জেলার জয় মানে ভারতের জয়: মোদি
Next articleনারদকাণ্ড: সুপ্রিম কোর্টে যাওয়ার সব প্রস্তুতি রাখছে সিবিআই