Tuesday, November 4, 2025

নারদকাণ্ডে (Narada Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায় যদি তাদের পক্ষে না যায়, তাহলে বিকল্প ভাবনা হিসাবে ধৃত চারজনের জামিন বাতিলের আর্জি নিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাবে সিবিআই (CBI)। তার প্রস্তুতি এখন থেকেই করে রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার হাইকোর্টে নারদকাণ্ডের শুনানির পর যদি আদালত ধৃতদের জামিন মঞ্জুর করে তাহলে তৎক্ষণাৎ সর্বোচ্চ আদালতে জামিন বাতিলের আর্জি জানাবেন সিবিআই তদন্তকারীরা।

মঙ্গলবার ইতিমধ্যেই দিল্লির লিগাল সেলের সঙ্গে নারদ তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন সিবিআই আধিকারিকরা। বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। যদি রায় তাঁদের পক্ষে না যায়, তাহলে চার হেভিওয়েটের জামিন বাতিলের আর্জি নিয়ে সিবিআই আধিকারিকরা শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন। সোমবার রাতে নিম্ন আদালতের জামিনে স্থগিতাদেশ দিয়ে ঘুষকাণ্ডে অভিযুক্ত ফিরহাদ হাকিম, শোভন চ্যাটার্জি, সুব্রত মুখার্জি ও মদন মিত্রকে জেলে পাঠায় কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি ধৃত চারজনের মধ্যে কেউ যদি সুপ্রিম কোর্টে আলাদাভাবে বা দলগতভাবে জামিনের আবেদন করেন, তাহলেও আইনি পথে তার মোকাবিলা করার ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে রেখেছে সিবিআই। সেজন্য সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে তারা। ধৃত হেভিওয়েটদের স্বাস্থ্য ও জেলে তাদের জন্য কোনও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কিনা তার উপরেও নজর রাখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জেলবন্দি ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র ও শোভন চ্যাটার্জির স্বাস্থ্যের খোঁজ নিতে জেল কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সিবিআই।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version