Tuesday, November 4, 2025

রাজনীতি ছেড়ে মেগা ধারাবহিকে ‘সর্বজয়া’ রূপে আত্মপ্রকাশ করেছেন দেবশ্রী রায়। ‘সর্বজয়া’ রূপে মন কাড়তে চলেছেন দর্শকদের। ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে প্রোমো। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোভন-বৈশাখী ইস্যুতে মন্তব্য করলেন দেবশ্রী। জানালেন, কর্মফলের কারণেই আজ তাঁদের এই দশা।

একুশে বিধানসভা নির্বাচনের আগে  রাজনীতির ময়দান ছেড়ে দিয়েছিলেন দেবশ্রী। তখনই তিনি ঘোষণা করেছিলেন যে আবার অভিনয় জগতে ফিরে যাবেন। কথামত কাজ করেছেন তিনি। সর্বজয়া রূপে দর্শকদের মন কাড়তে প্রস্তুত সবার প্রিয় দেবশ্রী রায়। তবে তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক সাক্ষাৎকারে শোভন-বৈশাখী ইস্যুতে গলায় সুর তুলেছেন। তিনি সরাসরি কটাক্ষ করে বলেছেন, “কর্মফলের কারণেই আজ তাদের এমন দশা।”

কিছু মাস আগেই শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী দেবশ্রী রায়কে নিয়ে কিছু ‘আপত্তিজনক’ মন্তব্য করেছিলেন। চর্চাও হয়েছিল রাজনৈতিক মহলে। সে প্রসঙ্গে সম্প্রতি দেবশ্রীর কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, পাগলে কী না বলে ভেবে তখন তিনি কথাগুলো উড়িয়ে দিয়েছিলেন। আরও জানান, ‘আমার সঙ্গে কিছু ঘটলে, আমি তা ঈশ্বরকে জানাই। বলি, তুমি এর বিচার করো। মানুষ তো নিমিত্তমাত্র। মানুষ ভুল করবে আর তারপর ভগবানের পুজো করে পার পেয়ে যাবে, সেটা হয় না। কর্মফল পেতেই হবে। সে জন্য আমায় কে কী বলেছে, তার বিচার ভগবান করছেন। যা কিছু ঘটছে বা ঘটবে, সেটা কর্মফল’

আরও পড়ুন- ‘ববিকে ফেরানোর দায়িত্ব আমার’, ফিরহাদের বাড়ি গিয়ে তাঁর পরিবারকে আশ্বস্ত করলেন মমতা

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version