Sunday, May 4, 2025

রাজনীতি ছেড়ে মেগা ধারাবহিকে ‘সর্বজয়া’ রূপে আত্মপ্রকাশ করেছেন দেবশ্রী রায়। ‘সর্বজয়া’ রূপে মন কাড়তে চলেছেন দর্শকদের। ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে প্রোমো। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোভন-বৈশাখী ইস্যুতে মন্তব্য করলেন দেবশ্রী। জানালেন, কর্মফলের কারণেই আজ তাঁদের এই দশা।

একুশে বিধানসভা নির্বাচনের আগে  রাজনীতির ময়দান ছেড়ে দিয়েছিলেন দেবশ্রী। তখনই তিনি ঘোষণা করেছিলেন যে আবার অভিনয় জগতে ফিরে যাবেন। কথামত কাজ করেছেন তিনি। সর্বজয়া রূপে দর্শকদের মন কাড়তে প্রস্তুত সবার প্রিয় দেবশ্রী রায়। তবে তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক সাক্ষাৎকারে শোভন-বৈশাখী ইস্যুতে গলায় সুর তুলেছেন। তিনি সরাসরি কটাক্ষ করে বলেছেন, “কর্মফলের কারণেই আজ তাদের এমন দশা।”

কিছু মাস আগেই শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী দেবশ্রী রায়কে নিয়ে কিছু ‘আপত্তিজনক’ মন্তব্য করেছিলেন। চর্চাও হয়েছিল রাজনৈতিক মহলে। সে প্রসঙ্গে সম্প্রতি দেবশ্রীর কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, পাগলে কী না বলে ভেবে তখন তিনি কথাগুলো উড়িয়ে দিয়েছিলেন। আরও জানান, ‘আমার সঙ্গে কিছু ঘটলে, আমি তা ঈশ্বরকে জানাই। বলি, তুমি এর বিচার করো। মানুষ তো নিমিত্তমাত্র। মানুষ ভুল করবে আর তারপর ভগবানের পুজো করে পার পেয়ে যাবে, সেটা হয় না। কর্মফল পেতেই হবে। সে জন্য আমায় কে কী বলেছে, তার বিচার ভগবান করছেন। যা কিছু ঘটছে বা ঘটবে, সেটা কর্মফল’

আরও পড়ুন- ‘ববিকে ফেরানোর দায়িত্ব আমার’, ফিরহাদের বাড়ি গিয়ে তাঁর পরিবারকে আশ্বস্ত করলেন মমতা

Related articles

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...
Exit mobile version