Thursday, December 18, 2025

আজই শুনানি হোক, হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে আর্জি মদন মিত্রের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের একতরফা সিদ্ধান্তে আজ, বৃহস্পতিবার নারদ-মামলার শুনানি স্থগিত হয়েছে৷ শুনানি না হওয়ার অর্থ, বৃহস্পতিবারও জেল হেফাজতেই থাকতে হবে অসুস্থ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে৷

এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবারই নারদ- মামলার শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের রেজিস্ট্রারকে মেল পাঠালেন বিধায়ক মদন মিত্র৷ মদনের তরফে আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য রেজিস্ট্রারকে লিখেছেন, হেফাজতে থাকা চারজনই জামিন পেয়েছেন নির্দিষ্ট আদালত থেকে গত ১৭ মে৷ কিন্তু ওইদিনই হাইকোর্ট জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে৷ ফলে গত সোমবার থেকেই তাঁর মক্কেল মদন মিত্র এবং বাকি তিনজন জেল হেফাজতে৷ বৃহস্পতিবার শুনানির সময় ধার্য করা হলেও প্রধান বিচারপতির এজলাস বসবে না বলে জানানো হয়েছে৷ নীলাদ্রি ভট্টাচার্য রেজিস্ট্রারকে অনুরোধ করেছেন, চারজনই অসুস্থ৷ তাঁদের শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলুন এবং আজই অন্য কোনও এজলাসে নারদ-মামলার শুনানির ব্যবস্থা করুন৷ এই আর্জির কোনও উত্তর এখনও হাইকোর্ট দেয়নি৷

বিচার বিভাগীয় হেফাজতে থাকা এই চার হেভিওয়েট নেতা-মন্ত্রীই অসুস্থ ৷ ফিরহাদ হাকিম ছাড়া বাকি তিনজনই SSKM হাসপাতালে ভর্তি৷ তাঁদের চিকিৎসা চলছে৷ শারীরিক এই পরিস্থিতিতে আরও একদিন তাঁদের হেফাজতে থাকতে হবে প্রধান বিচারপতির এজলাস বৃহস্পতিবার না বসার কারনে৷ আজ এই মামলার শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি নিজেই৷ অথচ তিনি নিজেই আজ এজলাসে বসেননি৷ সেই কারনেই অন্যতম অভিযুক্ত মদন মিত্র অন্য কোনও এজলাসে জরুরি ভিত্তিতে নারদ-মামলার শুনানি করার আবেদন জানিয়েছেন হাইকোর্টের কাছে৷

 

Advt

spot_img

Related articles

ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য মেসি ভক্তের, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

যুবভারতী কাণ্ডে ইচ্ছাকৃত নাম জড়িয়ে কুৎসা, সুনাম নষ্টের অভিযোগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ...

MGNREGA-র নাম বদল নিয়ে কেন্দ্রের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, গান্ধীজির নামে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম

বিরোধীদের তুমুল আপত্তি সত্ত্বেও লোকসভায় যেদিন পাশ হল ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ...

প্রাধান্য পাবে মেক ইন বেঙ্গল, বাংলায় ১০০০০ মানুষের কর্মসংস্থানের আশ্বাস উমেশ চৌধুরীর

বৃহস্পতিবার ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’-এর মঞ্চ থেকে টিটাগড় রেল সিস্টেমের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী জানান,...

কয়েক মিনিটেই কোটিপতি, কার্তিকের সাফল্যের নেপথ্যে মা-বাবার আত্মত্যাগ ও কঠিন লড়াই

আইপিএলের মিনি নিলামে চমক দিয়েছেন বেশ কয়েকজন অনামী ভারতীয়। তারই মধ্যে অন্যতম কার্তিক শর্মা(Kartik Sharma)। আইপিএল নিমালে ১৪.২০...