Monday, May 5, 2025

আজই শুনানি হোক, হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে আর্জি মদন মিত্রের

Date:

কলকাতা হাইকোর্টের একতরফা সিদ্ধান্তে আজ, বৃহস্পতিবার নারদ-মামলার শুনানি স্থগিত হয়েছে৷ শুনানি না হওয়ার অর্থ, বৃহস্পতিবারও জেল হেফাজতেই থাকতে হবে অসুস্থ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে৷

এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবারই নারদ- মামলার শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের রেজিস্ট্রারকে মেল পাঠালেন বিধায়ক মদন মিত্র৷ মদনের তরফে আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য রেজিস্ট্রারকে লিখেছেন, হেফাজতে থাকা চারজনই জামিন পেয়েছেন নির্দিষ্ট আদালত থেকে গত ১৭ মে৷ কিন্তু ওইদিনই হাইকোর্ট জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে৷ ফলে গত সোমবার থেকেই তাঁর মক্কেল মদন মিত্র এবং বাকি তিনজন জেল হেফাজতে৷ বৃহস্পতিবার শুনানির সময় ধার্য করা হলেও প্রধান বিচারপতির এজলাস বসবে না বলে জানানো হয়েছে৷ নীলাদ্রি ভট্টাচার্য রেজিস্ট্রারকে অনুরোধ করেছেন, চারজনই অসুস্থ৷ তাঁদের শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলুন এবং আজই অন্য কোনও এজলাসে নারদ-মামলার শুনানির ব্যবস্থা করুন৷ এই আর্জির কোনও উত্তর এখনও হাইকোর্ট দেয়নি৷

বিচার বিভাগীয় হেফাজতে থাকা এই চার হেভিওয়েট নেতা-মন্ত্রীই অসুস্থ ৷ ফিরহাদ হাকিম ছাড়া বাকি তিনজনই SSKM হাসপাতালে ভর্তি৷ তাঁদের চিকিৎসা চলছে৷ শারীরিক এই পরিস্থিতিতে আরও একদিন তাঁদের হেফাজতে থাকতে হবে প্রধান বিচারপতির এজলাস বৃহস্পতিবার না বসার কারনে৷ আজ এই মামলার শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি নিজেই৷ অথচ তিনি নিজেই আজ এজলাসে বসেননি৷ সেই কারনেই অন্যতম অভিযুক্ত মদন মিত্র অন্য কোনও এজলাসে জরুরি ভিত্তিতে নারদ-মামলার শুনানি করার আবেদন জানিয়েছেন হাইকোর্টের কাছে৷

 

Related articles

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...
Exit mobile version