Thursday, August 21, 2025

আজই শুনানি হোক, হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে আর্জি মদন মিত্রের

Date:

কলকাতা হাইকোর্টের একতরফা সিদ্ধান্তে আজ, বৃহস্পতিবার নারদ-মামলার শুনানি স্থগিত হয়েছে৷ শুনানি না হওয়ার অর্থ, বৃহস্পতিবারও জেল হেফাজতেই থাকতে হবে অসুস্থ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে৷

এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবারই নারদ- মামলার শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের রেজিস্ট্রারকে মেল পাঠালেন বিধায়ক মদন মিত্র৷ মদনের তরফে আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য রেজিস্ট্রারকে লিখেছেন, হেফাজতে থাকা চারজনই জামিন পেয়েছেন নির্দিষ্ট আদালত থেকে গত ১৭ মে৷ কিন্তু ওইদিনই হাইকোর্ট জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে৷ ফলে গত সোমবার থেকেই তাঁর মক্কেল মদন মিত্র এবং বাকি তিনজন জেল হেফাজতে৷ বৃহস্পতিবার শুনানির সময় ধার্য করা হলেও প্রধান বিচারপতির এজলাস বসবে না বলে জানানো হয়েছে৷ নীলাদ্রি ভট্টাচার্য রেজিস্ট্রারকে অনুরোধ করেছেন, চারজনই অসুস্থ৷ তাঁদের শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলুন এবং আজই অন্য কোনও এজলাসে নারদ-মামলার শুনানির ব্যবস্থা করুন৷ এই আর্জির কোনও উত্তর এখনও হাইকোর্ট দেয়নি৷

বিচার বিভাগীয় হেফাজতে থাকা এই চার হেভিওয়েট নেতা-মন্ত্রীই অসুস্থ ৷ ফিরহাদ হাকিম ছাড়া বাকি তিনজনই SSKM হাসপাতালে ভর্তি৷ তাঁদের চিকিৎসা চলছে৷ শারীরিক এই পরিস্থিতিতে আরও একদিন তাঁদের হেফাজতে থাকতে হবে প্রধান বিচারপতির এজলাস বৃহস্পতিবার না বসার কারনে৷ আজ এই মামলার শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি নিজেই৷ অথচ তিনি নিজেই আজ এজলাসে বসেননি৷ সেই কারনেই অন্যতম অভিযুক্ত মদন মিত্র অন্য কোনও এজলাসে জরুরি ভিত্তিতে নারদ-মামলার শুনানি করার আবেদন জানিয়েছেন হাইকোর্টের কাছে৷

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version