Thursday, November 6, 2025

আজই শুনানি হোক, হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে আর্জি মদন মিত্রের

Date:

কলকাতা হাইকোর্টের একতরফা সিদ্ধান্তে আজ, বৃহস্পতিবার নারদ-মামলার শুনানি স্থগিত হয়েছে৷ শুনানি না হওয়ার অর্থ, বৃহস্পতিবারও জেল হেফাজতেই থাকতে হবে অসুস্থ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে৷

এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবারই নারদ- মামলার শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের রেজিস্ট্রারকে মেল পাঠালেন বিধায়ক মদন মিত্র৷ মদনের তরফে আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য রেজিস্ট্রারকে লিখেছেন, হেফাজতে থাকা চারজনই জামিন পেয়েছেন নির্দিষ্ট আদালত থেকে গত ১৭ মে৷ কিন্তু ওইদিনই হাইকোর্ট জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে৷ ফলে গত সোমবার থেকেই তাঁর মক্কেল মদন মিত্র এবং বাকি তিনজন জেল হেফাজতে৷ বৃহস্পতিবার শুনানির সময় ধার্য করা হলেও প্রধান বিচারপতির এজলাস বসবে না বলে জানানো হয়েছে৷ নীলাদ্রি ভট্টাচার্য রেজিস্ট্রারকে অনুরোধ করেছেন, চারজনই অসুস্থ৷ তাঁদের শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলুন এবং আজই অন্য কোনও এজলাসে নারদ-মামলার শুনানির ব্যবস্থা করুন৷ এই আর্জির কোনও উত্তর এখনও হাইকোর্ট দেয়নি৷

বিচার বিভাগীয় হেফাজতে থাকা এই চার হেভিওয়েট নেতা-মন্ত্রীই অসুস্থ ৷ ফিরহাদ হাকিম ছাড়া বাকি তিনজনই SSKM হাসপাতালে ভর্তি৷ তাঁদের চিকিৎসা চলছে৷ শারীরিক এই পরিস্থিতিতে আরও একদিন তাঁদের হেফাজতে থাকতে হবে প্রধান বিচারপতির এজলাস বৃহস্পতিবার না বসার কারনে৷ আজ এই মামলার শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি নিজেই৷ অথচ তিনি নিজেই আজ এজলাসে বসেননি৷ সেই কারনেই অন্যতম অভিযুক্ত মদন মিত্র অন্য কোনও এজলাসে জরুরি ভিত্তিতে নারদ-মামলার শুনানি করার আবেদন জানিয়েছেন হাইকোর্টের কাছে৷

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version