ভারতে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা

শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনার (Corona) দৈনিক সংক্রমণ বেশ কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় দেশে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জন। অন্যদিকে, এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে গিয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫ জন রোগী। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ২ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৯৯১ জন। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯১ হাজার ৩৩১ জন রোগীর। তবে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ কোটি ২৭ লক্ষ ১২ হাজারের বেশি রোগী। বর্তমানে গোটা দেশে ৩০ লক্ষ ২৭ হাজার ৯২৫ জন চিকিৎসাধীন রয়েছেন । অন্যদিকে, এ পর্যন্ত টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ১৯ কোটি ১৮ লক্ষাধিক দেশবাসীর।

আরও পড়ুন:ভয়াবহ দাবানলে বিধ্বস্ত গ্ৰিস, প্রাণে বাঁচতে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা

Advt

Previous articleইংল‍্যান্ড সিরিজের সূচি পরিবর্তন নিয়ে কোন আবেদন করেনি বিসিসিআই, জানাল ইসিবি
Next articleব্ল্যাক ফাঙ্গাসে কাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি? এই রোগ প্রতিরোধে কী করা প্রয়োজন?