ব্ল্যাক ফাঙ্গাসে কাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি? এই রোগ প্রতিরোধে কী করা প্রয়োজন?

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে জারি হয়ছে সতর্কতা। মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানায় এই ফাঙ্গাসের সংক্রমণ দেখা গেলেও আরও বেশ কিছু রাজ্যে এই রোগের খোঁজ মিলছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ৪ জনের দেহে মিলেছে এই ফাঙ্গাসের সংক্রমণ। এই ছত্রাক করোনা আক্রান্ত বা যারা সবে করোনা-মুক্ত হয়েছে তাঁদেরই হবে এমনটা নয়। কোনও মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই সংক্রমণের আশঙ্কা থাকে।

➡️ কী এই ব্ল্যাক ফাঙ্গাস?

⏺️ এই রোগ মিউকরমাইসিটিস নামক একদল ছত্রাক থেকে হয়। এর বৈজ্ঞানিক নাম মিউকরমাইকোসিস। যাঁদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের এই সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।

➡️ ব্ল্যাক ফাঙ্গাসে কাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি?

⏺️ ক্যানসার বা অন্যান্য কর্কট রোগে যারা আক্রান্ত তাদের ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।

⏺️ যাদের ডায়াবেটিস রয়েছে অথবা না থাকলেও করোনার জেরে বহু মানুষের সুগার অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাচ্ছে তাদেরও আশঙ্কা থাকছে।

⏺️ যারা করোনা-মুক্ত হচ্ছেন।

⏺️ যাদের স্টেরয়েড নিতে হয়।

আরও পড়ুন-বাংলায় বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে তৎপর স্বাস্থ্য দফতর

➡️ ব্ল্যাক ফাঙ্গাসের কী কী উপসর্গ রয়েছে?

⏺️ বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট, গালে ব্যথা, নাকে কালো দাগ, ঝাপসা দৃষ্টি, দাঁতে ও চোয়ালে ব্যথা, দাঁত আলগা হয়ে যাওয়া, নাক বন্ধ কিংবা নাক থেকে কালচে বা রক্তের মতো পুঁজ বেরোনো।

➡️ এই রোগ নিয়ন্ত্রণে কী করা প্রয়োজন?

⏺️ করোনা আক্রান্তের চিকিৎসায় স্টেরয়েড ব্যবহারের কারণে অনেক সময়ে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। ফলে ব্ল্যাক ফাঙ্গাস সেই রোগীর শরীরে দেখা যাচ্ছে। তাই করোনা-চিকিৎসায় স্টেরয়েড কম ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের কথায়, করোনা আক্রান্তদের যাদের সুগার রয়েছে তাদের ক্ষেত্রে এই সংক্রমণ সবচেয়ে ক্ষতিকর। জলদি এই সংক্রমণ ধরা না পড়লে চিকিৎসা কড়া কঠিন।

⏺️ বেশি পরিমাণে জল খাওয়া দরকার।

⏺️ রক্তে উচ্চ শর্করা নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ।

⏺️ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার পর চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Advt

Previous articleভারতে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা
Next articleধর্ষণ মামলায় দীর্ঘ ৮ বছর পর বেকসুর খালাস তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল