ধর্ষণ মামলায় দীর্ঘ ৮ বছর পর বেকসুর খালাস তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল

দীর্ঘ ৮ বছর পর ধর্ষণ মামলায়(Rape case) অবশেষে বেকসুর খালাস পেলেন তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল। তরুণ তেজপালের বিরুদ্ধে তার এক সহকর্মী ধর্ষণের অভিযোগ করেছিলেন তার প্রেক্ষিতে দায়ের হয়েছিল মামলা। এই মামলায় গ্রেফতার করা হয়েছিল তরুণকে তবে ২০১৪ সালের মে মাসে জামিন পান তিনি। অবশেষে শুক্রবার তলাকালীন গোয়ার আদালতের(Goa court) অতিরিক্ত সেশন জাজ ক্ষমা যোশী বেকসুর খালাস দিলেন তরুণ তেজপালকে(Tarun Tejpal)।

আরও পড়ুন:ব্ল্যাক ফাঙ্গাসে কাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি? এই রোগ প্রতিরোধে কী করা প্রয়োজন?

তরুণ তেজপালের বিরুদ্ধে তাঁর এক মহিলা সহকর্মী অভিযোগ তোলেন, গোয়ার এক হোটেলের লিফটে তাঁকে যৌন নিগ্রহ করেন তরুণ তেজপাল। এরপর গোয়া পুলিশের কাছে এই সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছিল। ২০১৪ সালে এই মামলায় গ্রেফতার করা হয় তরুণ তেজপালকে। যদিও ২০১৪ সালের মে মাসে জামিন পান তিনি। ২০১৭ সালে এই মামলার শুনানি শুরু হয় গোয়া আদালতে। তবে তার আগে বোম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই মামলা খারিজের আবেদন করা হয়েছিল, যদিও তা গৃহীত হয়নি। শেষ পর্যন্ত গোয়া আদালতে ট্রান্সফার করা হয় মামলাটি। তবে করোনা পরিস্থিতির কারণে বারবার পিছিয়ে যায় এই মামলার রায় দান। অবশেষে দীর্ঘ ৮ বছর পর ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেন তরুণ তেজপাল।

Advt

Previous articleব্ল্যাক ফাঙ্গাসে কাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি? এই রোগ প্রতিরোধে কী করা প্রয়োজন?
Next articleমার্কিন মুলুকে বসেই বঙ্গের কোভিড মোকাবিলায় বঙ্গকন্যারা, পাঠাচ্ছেন অক্সিজেন কনসেনট্রেটর