রাজ্যের আবেদনে মান্যতা! সুপ্রিম কোর্টে আপাতত স্থগিত সন্দেশখালি মামলার শুনানি

সন্দেশখালিতে (Sandeskhali) সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সোমবার সেই মামলার শুনানি মুলতুবি রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নথি রাজ্যের হাতে এসেছে। এরপরই তা খতিয়ে দেখতে মামলাটি ২-৩ সপ্তাহের জন্য মুলতুবি রাখার আবেদন জানান তিনি। এরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, এই মামলায় একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। আর সেকারণেই আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ (Division Bench)। পাশাপাশি শীর্ষ আদালতের তরফে আরও জানানো হয়েছে, কোনওভাবে তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না।

সন্দেশখালি মামলায় মোদি সরকারের সংস্থা সিবিআই তদন্তের বিরোধিতা করে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সন্দেশখালি মামলার তদন্তভার আগেই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার কলকাতা হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। রাজ্যের পাশাপাশি শীর্ষ আদালতে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন রাজ্য পুলিশের আইজি, জেলা পুলিশ সুপার-সহ স্থানীয় থানাও। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের এই মামলারও শুনানি রয়েছে বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে।

Previous articleপালন করেনি প্রতিশ্রুতি, সৌমিত্র খাঁ-কে কালো পতাকা, ‘গো ব্যাক’ স্লোগান বিষ্ণুপুরে
Next articleপুরুলিয়ায় রহস্য মৃত্যু তৃণমূল নেতার, ভোটের আগে চাঞ্চল্য