Monday, August 25, 2025

ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১। পাঞ্জাবের মোগা জেলায় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্মৃঘটনার জেরে মৃত্যু হয়েছে বিমানচালকের। তাঁর নাম অভিনব চৌধুরি। তিনি বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ছিলেন বলে জানা গেছে।শুক্রবার ভোরে তাঁকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত ১টা নাগাদ মোগা জেলার বাঘাপুরানার লাঙ্গিয়ানা কুর্দ গ্রামে ভেঙে পড়ে এই বিমান। বায়ুসেনার এক অফিসার জানিয়েছেন, বায়ুসেনার রুটিন উড়ানের সময়েই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই অফিসার।
যুদ্ধবিমানটির পাইলটের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ভারতীয় বায়ুসেনা। তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘বায়ুসেনার বাইসন যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ায় মৃত্যু হয়েছে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরির। বায়ুসেনা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’


জানা গেছে, এদিন বায়ুসেনা ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে মিগ বিমানটি ভেঙে পড়ে। তবে এমনটা প্রথমবার নয়। মিগ-২১ মাঝেমাঝেই দুর্ঘটনার কবলে পড়ে। চলতি বছরের গোড়ার দিকেও রাজস্থানে বায়ুসেনার এই যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। যদিও সে সময় পাইলট অল্পের জন্য রক্ষা পান।

 

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version