ব্ল্যাক ফাঙ্গাসে মারা গেলেন ভারতের শুটিং কোচ মোনালি গোরহে

ব্ল্যাক ফাঙ্গাসে মারা গেলেন ভারতের শুটিং কোচ মোনালি গোরহে(monali gorhe)। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। করোনাকে জয় করলেও ব্ল‍্যাক ফাঙ্গাসের কাছে হার মানলেন তিনি। মোনালি গোরহে মৃত্যুর কয়েক ঘন্টা আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ওনার বাবা।  বাবা মেয়ের মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে।

করোনা আক্রান্ত হয়ে দিন পনেরো আগে  হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোনালি গোরহে । করোনা থেকে ধীরে ধীরে সুস্থও হয়ে উঠেছিলেন মোনালি। এরপর তাঁকে দেওয়া হয়  নন-কোভিড ওয়ার্ডেও। বুকে সংক্রমণ ছিল মোনালির। মনের জোর নিয়ে লড়াইও করছিলেন তিনি। কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসের কাছে শেষে পরাস্ত হলেন তিনি। শুক্রবার মারা যান মোনালি।

নিজে শুটিং কেরিয়ার দীর্ঘায়িত না হলেও ২০০৬ সাল থেকে তাঁর প্রশিক্ষণপ্রাপ্ত অনেক মহিলা পিস্তল শুটার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

আরও পড়ুন:কোপা আমেরিকার আসর বসতে চলেছে আর্জেন্তিনায়, দায়িত্ব থেকে সরানো হল কলম্বিয়াকে

Advt

Previous articleলকডাউন না মানায় কিশোরকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
Next articleআর্থিক সঙ্কটে স্বস্তির খবর! করোনাকালে ৯৯,১২২ কোটি টাকা দিয়ে কেন্দ্রকে সহায়তা RBI-এর