Sunday, August 24, 2025

করোনা সংক্রমণের জেরে স্তিমিত হচ্ছে কৃষক আন্দোলন, কেন্দ্রকে ফের বৈঠকে বসার আরজি মোর্চার

Date:

Share post:

করোনা সংক্রমণের (Corona pandemic) জেরে ক্রমশ স্তিমিত হচ্ছে কৃষক (farmer protest) আন্দোলন? এই করোনাকালে বেশ কয়েকজন কৃষক ইতিমধ্যেই করোনা সংক্রমিত হয়েছেন। মাস খানেক আগেও লাগাতার আন্দোলনের দাবি থেকে পিছু হটতে নারাজ ছিল কৃষক সংগঠন। কিন্তু দিনের পর দিন অতিবাহিত হয়ে যাওয়ায় এবং কেন্দ্রের তরফে আর কোনও সাড়া না মেলায় সংযুক্ত কিষান মোর্চা আন্দোলনে আগ্রহ হারিয়ে ফেলছে। অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত এমনটাই। কারণ সংযুক্ত কিষান মোর্চা তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “আন্দোলনকারী কৃষকরা করোনা সংক্রমণের মুখে পড়তে চান না। কিন্তু একইসঙ্গে তারা এতদিনের লড়াই ছেড়েও যেতে চান না। কারণ, এটি জীবন-মরণের ও ভবিষ্যত প্রজন্মের লড়াই।” আর তাই আন্দোলনকারীদের পক্ষ থেকে কেন্দ্রের কাছে ফের বৈঠকে বসার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, কয়েকজন আন্দোলনকারী কৃষকের মৃত্যুর খবর মিলতেই আপাতত আন্দোলন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ভারতীয় কিষান ইউনিয়নের (BKU) মুখপাত্র ভোপাল সিং। ভোপাল সিংয়ের জানিয়েছেন, :আমরা যদি বেঁচে থাকি তা হলেই না লোকে আমাদের ‘অন্নদাতা’ বলে ডাকতে পারবেন। আমরা বেঁচে থাকলে তবেই আমাদের ফসলকে সুরক্ষিত করতে পারব। আমরা ভবিষ্যতে আবারও আন্দোলন করব। তবে এই আন্দোলনের জন্য এখন সঠিক সময় নয়। এই কঠিন পরিস্থিতিতে আমাদের দেশের পাশে দাঁড়ানো উচিৎ।” জানা গিয়েছে কিষান মোর্চার তরফে সুর নরম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে কেন্দ্র ও কৃষকদের মধ্যে আলোচনা শুরু করার প্রস্তাব দেওয়া হল।

কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরুদ্ধে গত বছরের নভেম্বর মাস থেকেই লাগাতার আন্দোলন চলছে দিল্লির সীমান্তে। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। এর মাঝে কেন্দ্রের সঙ্গে ১১ দফা বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। কৃষকরা শুরু থেকেই আইন প্রত্যাহারের দাবিতেই অটল ছিলেন । কেন্দ্রের তরফে এক থেকে দেড় বছরের জন্য আইন স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হলে, প্রথমে তাতে সম্মতি জানিয়েও পরে তা মানতে অস্বীকার করে কৃষক সংগঠনগুলি।

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...