Tuesday, August 26, 2025

দলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আবেদন সোনালী গুহর

Date:

Share post:

কান্নাভেজা চোখে তৃণমূলের(TMC) বিরুদ্ধে ক্ষোভ উগরে ভোটের আগে বিজেপিতে(BJP) যোগ দিয়েছিলেন একদা মমতা ঘনিষ্ঠ সোনালী গুহ(Sonali Guha)। তবে গেরুয়া শিবিরে যোগ দিলেও টিকিট মেলেনি। দিলীপ-মুকুলদের দলে কার্যত উপেক্ষিত থাকার পর এবার তৃণমূলের ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আবেদন জানালেন সোনালী গুহ।

শনিবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(MamataBanerjee) উদ্দেশ্য করে একটি টুইট করেন সোনালী গুহ। যেখানে তিনি লেখেন, “সম্মানীয় দিদি, আমার প্রণাম নেবেন। অত্যন্ত ভগ্নহৃদয়ে বলছি যে আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না তেমনি আমিও আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি আমায় ক্ষমা না করলে আমি বাঁচবো না। আপনার আঁচলের তলে টেনে নিয়ে বাকি জীবনটা আপনার স্নেহ তলে থাকার সুযোগ করে দিন। ধন্যবাদন্তে, আপনার স্নেহের সোনালী।”

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল থেকে টিকিট না পাওয়ার পর দলের বিরুদ্ধে একরাশ অভিমান দেখিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সোনালী গুহ। তাঁর বিজেপি যোগের পিছনে অগ্রণী ভূমিকা ছিল বিজেপি নেতা মুকুল রায়ের। যদিও বিজেপিতে গিয়ে স্বস্তিতে ছিলেন না সোনালী। টিকিট পাওয়া তো দূরের কথা দলে কার্যত উপেক্ষিত হয়েই পড়ে থাকেন তিনি। সোনালী ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, শুধুমাত্র মমতা ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তাঁর নামটুকু ব্যবহার করার উদ্দেশ্যেই সোনালীকে দলে নিয়েছিল বিজেপি। এরপর বিজেপির তরফে আর কোনওরকম যোগাযোগ রাখা হয়নি সোনালীর সঙ্গে। এহেন পরিস্থিতিতে নিজের ভুল বুঝতে পেরে অবশেষে তৃণমূলের ফেরার জন্য কাতর আবেদন জানালেন একদা মমতার অন্যতম ঘনিষ্ঠ এই নেত্রী।

Advt

spot_img

Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...